<p>TMC News Live: আমিষে আপত্তি শত্রুঘ্নর, কল্যাণের মুখে ‘মাছে ভাতে বাঙালি’। লোকসভায় কল্যাণের মুখে বাঙালির মৎস্যপ্রীতি। ‘কথায় বলে মাছে ভাতে বাঙালি’। কেউ বাংলায় গেলেই ইলিশ, চিংড়ির খোঁজ করেন, মন্তব্য কল্যাণের। সম্প্রতি দেশজুড়ে আমিষ নিষিদ্ধ করার দাবি তোলেন তৃণমূল সাংসদ শত্রুঘ্ন সিন্হা। শত্রুঘ্নর উল্টো সুর তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের।</p>
<p><strong>শহরের দুই প্রান্তে অগ্নিকাণ্ড, তারাতলায় ভস্মিভূত ঝুপড়ি, চাউল পট্টি রোডে ভ্যাটে আগুন</strong></p>
<p> কয়েক ঘণ্টার ব্যবধানে শহরের দু জায়গায় আগুন লাগল। গতকাল রাতে তারাতলা আগুন লাগে। পুড়ে ছাই পরিত্যক্ত কেপিটি কোয়ার্টার্স লাগোয়া এলাকা। ভস্মিভূত প্রায় ২৫টি ঝুপড়ি। অন্যদিকে চিংড়িঘাটার চাউল পট্টি রোডে ভ্যাটে আগুন লাগে। ঘটনাস্থলে দমকল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। গতকাল সন্ধে ৭টা নাগাদ তারাতলায় CPT কলোনিতে ঝুপড়িতে আগুন লাগে। একের পর এক গ্যাস সিলিন্ডার ফাটতে শুরু করে। পুড়ে ছাই হয়ে যায় প্রায় ২৫টি ঝুপড়ি। মাথার ওপর ছাদ হারিয়েছেন বেশ কিছু মানুষ। </p>
<h1 class="abp-article-title"> </h1>
Source link
আমিষে আপত্তি শত্রুঘ্নর, পাল্টা কী বললেন কল্যাণ?
