কালনায় ছাত্রীমৃত্যু, নেপথ্যে কোন রহস্য?
![কালনায় ছাত্রীমৃত্যু, নেপথ্যে কোন রহস্য? কালনায় ছাত্রীমৃত্যু, নেপথ্যে কোন রহস্য?](https://i3.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/11/09/73167971c58ad1caa2eec474ff71f5e41731136003811967_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
Burdwan News: বাড়ি পূর্ব বর্ধমানের ধাত্রীগ্রামে। ‘টিউশন পড়ার জন্য় মায়ের সঙ্গে কালনায় এসেছিল ওই ছাত্রী’। ‘ছুটির সময় মাকে ফোন করে মেয়ে’। ওরা আমাকে বাঁচতে দেবে না, বলেই কেটে দেয় ফোন, দাবি মৃতার কাকার। আত্মহত্যা নয়, খুন করা হয়েছে মেয়েকে, দাবি পরিবারের।
সিতাই উপনির্বাচনে এবার তৃণমূল সাংসদের সার্জারির দাওয়াই! ‘হোমিওপ্যাথই, অ্যলোপ্যাথি, কবিরাজি করবেন, না হলে কাঁচি চালাবেন’। ‘বলটা যেন গোলপোস্টেই যায়, তার জন্য যা করার করতে হবে’। সিতাইয়ের উপনির্বাচনের প্রচারে হুঙ্কার জগদীশ বর্মা বসুনিয়ার।
ফের লাইনচ্য়ুত এক্সপ্রেস। দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনের কাছে লাইনচ্য়ুত হল ডাউন শালিমার সেকন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেসে। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ শালিমাার স্টেশনের দিকে যাওয়ার সময় ঘটে এই ঘটনা।