# Tags
#Blog

কোর্টে হাজিরার আগেই ‘অজ্ঞান’ ‘কালীঘাটের কাকু’ ! প্রাথমিক নিয়োগ মামলায় হল না চার্জ গঠন

কোর্টে হাজিরার আগেই ‘অজ্ঞান’ ‘কালীঘাটের কাকু’ ! প্রাথমিক নিয়োগ মামলায় হল না চার্জ গঠন
Listen to this article


কলকাতা : ED-র প্রাথমিক নিয়োগ মামলায় সুজয়কৃষ্ণ ভদ্র-সহ অভিযুক্তদের বিরুদ্ধে আজ চার্জ গঠন হল না। সুপ্রিম কোর্ট চার্জ গঠনের সময়সীমা বেঁধে দিয়েছিল আগামীকাল। তার আগে আজ আদালতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েন কালীঘাটের কাকু। কোর্টে হাজিরার আগেই ‘অজ্ঞান’ হয়ে পড়েন তিনি। তাঁকে নিয়ে যাওয়া হয় SSKM-এ। হাসপাতাল সূত্রে খবর, সুজয়কৃষ্ণ হৃদযন্ত্রের সমস্যার কথা বলায় তাঁকে ইমার্জেন্সি অবজার্ভেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। অন্যদিকে, আজ চার্জগঠন নিয়ে নির্দেশ দেওয়ার কথা ছিল আদালতের। সব অভিযুক্তকে হাজির থাকার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সুজয়কৃষ্ণর অসুস্থতার কারণে আজ চার্জ গঠন স্থগিত রাখা হল। মেডিক্যাল রিপোর্ট চেয়ে পাঠিয়েছে আদালত। ২ জানুয়ারি পরবর্তী শুনানি। এই পরিস্থিতিতে প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় চার্জ গঠন না হওয়ায় বিচারক মন্তব্য করেন, ‘চেষ্টার ত্রুটি নেই, কিন্তু সব কিছু তো আমার নিয়ন্ত্রণে নেই।’

সুজয়কৃষ্ণ ভদ্রের শারীরিক পরিস্থিতি এখন কেমন ?

এসএসকেএম হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে কালীঘাটের কাকু ওরফে সুজয়কৃষ্ণ ভদ্র ভর্তি রয়েছেন। তাঁকে আজ যখন হাসপাতালে নিয়ে আসা হয় প্রথমে ইমার্জেন্সি অবজার্ভেশন ওয়ার্ডে রাখা হয়। পরবর্তী সময়ে তাঁকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে স্থানান্তরিত রাখা হয়। তাঁকে প্রায় অচৈতন্য অবস্থায় নিয়ে আসা হয়েছিল বলে চিকিৎসকদের সূত্রে জানা যায়। তাঁর সোডিয়াম, পটাশিয়াম লেভেল কমে গিয়েছিল। তাঁর এই আচ্ছন্নভাবের কারণ কী তা সিটি স্ক্যান রিপোর্টে ধরা পড়েনি, এমনটাই এসএসকেএম হাসপাতালের চিকিৎসকরা দাবি করেছেন। আরও কয়েকটি পরীক্ষা-নিরীক্ষার প্রয়োজন রয়েছে। এখানেই আপাতত তাঁর চিকিৎসা চলছে। একটি মেডিক্যাল টিম তৈরি করা হয়েছে। যে টিমে নিউরো বিশেষজ্ঞ, মেডিসিন বিশেষজ্ঞ ও হৃদরোগ বিশেষজ্ঞ রয়েছেন। প্রসঙ্গত, এর আগে তাঁর বাইপাস সার্জারি হয়েছিল। 

ইতিমধ্যেই সুপ্রিম কোর্টে সময় বেঁধে দেওয়া হয়েছিল, প্রাথমিক নিয়োগ দুর্নীতিতে ইডির মামলায় চার্জ গঠন করতে হবে ৩১ ডিসেম্বরের মধ্যে। সেই মোতাবেক আজ নিম্ন আদালত অর্থাৎ ইডির বিশেষ আদালতে চার্জ গঠনের দিন নির্ধারণ করা হয়। অভিযুক্তরা প্রায় প্রত্যেকেই এসেছিলেন, পার্থ চট্টোপাধ্যায়, কুন্তল ঘোষ, অর্পিতা মুখোপাধ্যায়, তাপস মণ্ডল, বাকিরা প্রত্যেকেই আসেন। কিন্তু, অন্যতম অভিযুক্ত ‘কালীঘাটের কাকু’ না আসায় আজ চার্জ গঠনের প্রক্রিয়া থমকে গেল।

সূত্রের খবর, তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও তাঁর ঘনিষ্ঠ অর্পিতা, সুজয়কৃষ্ণ ভদ্র ওরফে ‘কালীঘাটের কাকু’-সহ মোট ২৭ জন অভিযুক্তের নাম রয়েছে চার্জশিটে। পাশাপাশি ইডির চার্জশিটে জায়গা পেয়েছে লিপস অ্যান্ড বাউন্ডস-সহ ২৭টি সংস্থার নামও। সোমবার ব্যক্তি ও সংস্থা মিলিয়ে অভিযুক্ত ৫৪ জনকেও সোমবার ব্যাঙ্কশাল কোর্টে ইডির বিশেষ আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হয়। 

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal