জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিলের (IPL 2025) মাঝপথেই বিরাট ধাক্কা খেয়েছিল শুভমন গিলের (Shubman Gill) গুজরাত টাইটান্স (Gujarat Titans)! ২০২২ সালের চ্যাম্পিয়নরা হারিয়ে ছিলেন প্রোটিয়া ফাস্ট বোলার কাগিসো রাবাডাকে (Kagiso Rabada)!
গুজরাতের জার্সিতে প্রথম দুই ম্যাচ খেলে ব্যক্তিগত কারণ দেখিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যান রাবাডা! গুজরাত বিবৃতি দিয়ে সেকথা জানিয়েছিল। গুজরাতের পক্ষ থেকে স্পষ্ট করে জানানো হয়নি যে, কবে রাবাডা ফিরবেন বা আদৌ তিনি আর আইপিএলে ফিরবেন কিনা! রাবাডা তাঁর খেলা দুই ম্যাচে নির্দিষ্ট কোটার পুরো ওভার বল করেছিলেন। ডানহাতি জোরে বোলার ৮৩ রান দিয়ে দুই উইকেট তুলে নিয়েছেন।
আরও পড়ুন: ১৫ বছরের কেরিয়ারে অবশেষে হ্যারির ট্রফি! বুন্দেশলিগা জিতে ভাসলেন ফেনিল স্রোতে…
রাবাডা ফিরলেন আইপিএলে। সব ঠিক থাকলে আগামিকাল, ৬ মে ওয়াংখেড়েতে গুজরাতের হয়ে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে রাবাদা মাঠে নামবেন। তবে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক টিম পেন যদিও রাবাডার ফেরার পরেই বিস্ফোরক কথা বলবেন, প্রশ্ন তুললেন রাবাডার অনুপস্থিতি নিয়ে।
রাবাডা জানিয়েছেন যে, ‘রিক্রিয়েশনল ড্রাগস’ নেওয়ায় অস্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়েছিলেন। চলতি বছরে জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় এসএ ২০ লিগের সময় রাবাডার পরীক্ষা করা হয়েছিল। ক্রিকেট সাউথ আফ্রিকা এবং দক্ষিণ আফ্রিকার জাতীয় ডোপিং-বিরোধী সংস্থা, সাউথ আফ্রিকান ইনস্টিটিউট ফর ড্রাগ-ফ্রি স্পোর্ট বিষয়টি মিটমাট করেছে বলেই খবর।
সেন রেডিয়ো ব্রেকফাস্ট শোয়ে পেন বলেছেন, ‘দুর্গন্ধ ছাড়ছে। এটা ব্যক্তিগত বিষয় বলা উচিত নয়। এমন এক জিনিস লুকোনোর চেষ্টা হচ্ছে যা ব্যক্তিগত বিষয় নয়। যদি কোনও পেশাদার টুর্নামেন্টে খেলার সময় ‘রিক্রিয়েশনল ড্রাগস’ নেয়, তাহলে এটি আমার কাছে ব্যক্তিগত বিষয়ের মধ্যে পড়ে না। চুক্তিভঙ্গের মতোই বিষয় করার মতো। এট ব্যক্তিগত বিষয় কী করে হবে! এমন কিছু নয় যা আপনার ব্যক্তিগত জীবনে ঘটছে। বিনোদনের জন্য অথবা পারফরম্যান্স বাড়াতে কেউ যদি মাদক সেবন করে, তাহলে তা ব্যক্তিগত সমস্যা নয়, যা কেবল এক মাসের জন্য লুকিয়ে রাখা যেতে পারে। একজনকে আইপিএল থেকে বের করে দক্ষিণ আফ্রিকায় ফিরিয়ে আনা হল এবং বিষয়টিকে গোপন রাখা হল। তারপর তার নিষেধাজ্ঞা শেষ হয়ে গেলে তাকে ফিরিয়ে আনা হল।’
বোঝাই যাচ্ছে যে, ড্রাগস নিয়ে এই লুকোচুরি মোটেই ভালো চোখে দেখছে না বাইশ গজ। রাবাডা ক্রিকেটের সব সংস্করণ মিলিয়ে ১৪৩৫ উইকেট নেওয়ার সঙ্গেই ৩৭৬৩ রান করেছেন। আইপিএলে ফিরেই প্রশ্নের মুখে পড়লেন!
আরও পড়ুন: পাকিস্তান পরে, আগে বাংলাদেশ! ভারতের কল্পনাতীত প্রত্যাঘাতে ‘ফয়সালা অন দ্য স্পট’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)