NOW READING:
Kabir Suman: যদিও আকাশ ধোঁয়াশায় ম্রিয়মান, তো! ৭৫-এও সৌমীর জন্য ফের প্রেমের স্বরলিপি লিখছেন সুমন…
February 14, 2025

Kabir Suman: যদিও আকাশ ধোঁয়াশায় ম্রিয়মান, তো! ৭৫-এও সৌমীর জন্য ফের প্রেমের স্বরলিপি লিখছেন সুমন…

Kabir Suman: যদিও আকাশ ধোঁয়াশায় ম্রিয়মান, তো! ৭৫-এও সৌমীর জন্য ফের প্রেমের স্বরলিপি লিখছেন সুমন…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:   

 ‘বিক্ষোভে বিপ্লবে তোমাকে চাই 

দারুণ অশান্তিতে তোমাকে চাই’
অথবা 
‘ঠোঁটে ঠোঁট রেখে ব্যারিকেড গড় প্রেমের পদ্যটাই
বিদ্রোহ আর চুমুর দিব্যি শুধু তোমাকেই চাই…’

 কবির সুমনকে বলা হয় বাংলা আধুনিক গানের শেষ টারমিনাস। প্রেমের গানের মূর্ত প্রতীক।  শিল্পী জীবন যতটা সফল ও সার্থক ঠিক ততটাই বর্ণময় তার ব্যক্তিগত জীবন। তিনি যাই করেন, বিতর্ক কখনই তার পিছু ছাড়ে না। সংগীতের বিভিন্ন ধারা থেকে রাজনীতি, আসমুদ্র হিমাচল বিচরণ করে, বাংলা খেয়াল সংগীতে তিনি থিতু হয়েছেন কয়েক বছর ধরে। প্রেম নিয়ে বরাবরই সোচ্চার ও বলিষ্ঠ শিল্পী কবীর সুমন।

বয়স তো একটা সংখ্যা মাত্র আর তাই তাকে ফুঁ দিয়ে উড়িয়ে প্রেমদিবসে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আনলেন তার প্রেমিকার ছবি।  গানের এই কিংবদন্তি শিল্পী সুমন প্রেমের উচ্ছ্বাসে পঁচাত্তরেও উদ্দীপ্ত।ভালোবাসা দিবসে প্রেমিকাকে সামনে এনে আবারও জানিয়ে দিলেন, প্রেমের কোনো বয়স নেই!

আরও পড়ুন: ছন্দে-তালে মঞ্চে ছড়িয়ে উদ্দাম শরীরী আঁচ, মালাইকা-মন্ত্রে চোখ কপালে Ex-অর্জুনের…

এ যুগে প্রেম যখন লুকিয়ে রাখে অধিকাংশ মানুষ, বিবাহবিচ্ছেদে জেরবার ইয়ং জেনারেশন, ঠিক স্রোতের বিপরীতে গিয়ে বরাবর মুক্তমনা সুমন। একাধিকবার প্রেমে পড়েছেন।’ভ্যালেনটাইন ২০২৫’ শিরোনামে আজ সকালে তিনি এক ছবি শেয়ার করেন সমাজমাধ্যমে। যেখানে দেখা যাচ্ছে এক মহিলাকে আলিঙ্গন করে রয়েছেন তিনি। তাঁর নাম সৌমী বসুমল্লিক। অবশ্য পরে তিনি জানিয়েছেন সৌমী তার বাড়িতেই থাকে। ওষুধ খাবার এসবের দেখাশোনা করে। একটি স্কুলেও পড়ান তিনি।

কবীর সুমনের এই পোস্টে জবাব দিয়েছেন সৌমীও। তিনিও ভালোবাসার কথা স্বীকার করে লেখেন, ‘আমি তোমায় ভালোবাসি।’

এরপর থেকেই এই যুগলকে শুভেচ্ছায় ভাসাচ্ছেন ভক্তরা। শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশি গায়ক আসিফ আকবরও।

১৯৬৯ সালে ভয়েস অব আমেরিকায় কাজ করার সময় ওপার বাংলার সোফিয়া নাজমা চৌধুরীর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে কবীর সুমনের। পরে কলকাতায় ফিরে তিনি তাকে বিয়ে করেন এবং ধর্মান্তরিত হন। এরপর তারা জার্মানিতে পাড়ি জমান, যেখানে তাদের সম্পর্কে চিড় ধরে।সোফিয়ার সঙ্গে বিচ্ছেদের পর মারিয়া নামে এক নারীর সঙ্গে সম্পর্কে জড়ান সুমন। কিন্তু সে সম্পর্কও সুখের হয়নি।এরপর বাংলাদেশের কিংবদন্তি গায়িকা সাবিনা ইয়াসমিনকে বিয়ে করেন কবীর সুমন।

১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে বাংলা সংগীত জগতে নতুন ধারা প্রবর্তন করেন কবীর সুমন। আধুনিক গানের পথিকৃৎ হিসেবে দুই বাংলাতেই তুমুল জনপ্রিয়তা পান।

তবে সময় যতই পাল্টাক, প্রেমের ব্যাকরণ তার জন্য যেন বরাবরই একই থাকে। বয়সকে অগ্রাহ্য করে এবারও ভালোবাসায় মজেছেন কবিয়াল। তিনি তো সেই কবেই গেয়েছেন- ‘এই প্রেমহীন সময়ে বলছি তোমায় ভালোবাসি…
এই অন্ধকারেই চল জোনাকি কে ডেকে নিয়ে আসি… “

আরও পড়ুন: Rituparna Sengupta: ক্যানসার সচেতনতায় এবার উস্তাদ রাশিদ খানকে স্মরণ! উদ্যোগে ঋতুপর্ণা…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link