NOW READING:
Kabir Suman: দেহদান নয়! ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ কবীর সুমনের…
March 6, 2025

Kabir Suman: দেহদান নয়! ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ কবীর সুমনের…

Kabir Suman: দেহদান নয়! ‘চূড়ান্ত সিদ্ধান্ত’ কবীর সুমনের…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বুধবার বড় ঘোষণা করলেন কবীর সুমন (Kabir Suman)। বছর পাঁচেক আগে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন প্রখ্যাত সংগীতশিল্পী কবীর সুমন। নিজের স্বাক্ষর করা অঙ্গীকারপত্রের ছবিও শেয়ার করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। কিন্তু এবার সেই সিদ্ধান্ত থেকেই সরে এলেন সঙ্গীতশিল্পী। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করলেন কবীর। বুধবার সেই কথাই জানালেন। 

আর পড়ুন- Ranya Rao Arrest: পোশাকের ভেতরে ১২ কোটির সোনা পাচার! বিমানবন্দরে গ্রেফতার অভিনেত্রী রান্যা…

বুধবার ফেসবুকে কবীর সুমন লিখেছেন, ‘রমজান মোবারক! সকলকে জানাতে চাই, কিছুকাল আগে এই ফেসবুকেই ঘোষণা করেছিলাম— আমি আমার দেহ দান করেছি, কোনো ধর্মীয় শেষকৃত্য আমি চাই না। অনেক ভেবে আমি সেই সিদ্ধান্ত পাল্টালাম। দেহদানের ইচ্ছে প্রত্যাহার করছি আমি। আমার দেহ আমি দান করব না।’ আগে ধর্মীয় রীতিনীতি না চাইলেও বর্তমানে তিনি ইসলামি প্রথায় শেষকৃত্য চান। তিনি লেখেন, ‘আমি চাই আমায় এই কলকাতারই মাটিতে, সম্ভব হলে গোবরায়, ইসলামী রীতিতে কবর দেওয়া হোক। এটাই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আমার কতিপয় স্বজনকে এটা জানিয়ে দিলাম।আমার এই ঘোষণা বিষয়ে কারুর কোনও মত বা মন্তব্য চাই না। সকলের ওপর শান্তি বর্ষিত হোক।’

আর পড়ুন- Tamannaah Bhatia-Vijay Varma Break up: বিয়ের প্ল্যানের মাঝেই বিচ্ছেদ! ২ বছরের প্রেম ভাঙল তামান্না-বিজয়ের…

প্রসঙ্গত, ১৯৯২ সালে ‘তোমাকে চাই’ অ্যালবামের মাধ্যমে বাংলা গানের ভুবন জয় করে নেন কবীর সুমন। তখন তাঁর নাম ছিল সুমন চট্টোপাধ্যায়। শ্রোতাদের তিনি উপহার দিয়েছেন বহু কালজয়ী গান। গত কয়েক বছর ধরে বাংলা খেয়াল চর্চা করছেন কবীর সুমন। একসময় বাংলাদেশের সঙ্গীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে বিয়ে করতে ধর্মান্তরিত হয়ে মুসলমান হন, নাম বদলে তিনি হয়ে যান কবীর সুমন। মুসলিম ধর্ম নিয়েও তিনি ধর্মের উর্দ্ধে গিয়ে মরণোত্তর দেহদানের অঙ্গীকার করেছিলেন। এবার কলকাতায় ইসলামি রীতিতেই কবরস্থ হতে চাওয়ার ইচ্ছে প্রকাশ করলেন কবীর সুমন। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link