# Tags
#Blog

বছর ঘুরলেই ভোট, ১৪ মাস পর জেল থেকে ফিরে সোশ্যালে জোর প্রচারে জ্যোতিপ্রিয়

বছর ঘুরলেই ভোট, ১৪ মাস পর জেল থেকে ফিরে সোশ্যালে জোর প্রচারে জ্যোতিপ্রিয়
Listen to this article


সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: ছাব্বিশের বিধানসভা ভোটের আগে সোশাল মিডিয়ায় প্রচারে জোর দিচ্ছেন জ্যোতিপ্রিয় মল্লিক। নিজের গড় হাবড়ায় তাঁর হাত ধরে পা রাখল তৃণমূলের হয়ে সোশাল মিডিয়ায় প্রচারকারী সংগঠন ফ্যাম। তবে কি আর আইপ্যাকে ভরসা রাখতে পারছে না রাজ্যের শাসকদল? তৃণমূলকে কটাক্ষে বিঁধেছে বিজেপি।

 বছর ঘুরলেই বিধানসভা ভোট। আর ছাব্বিশের নির্বাচনকে পাখির চোখ করে নিজের বিধানসভা এলাকায় ঘর গোছাতে আসরে নেমে পড়লেন জ্যোতিপ্রিয় মল্লিক।রেশন দুর্নীতি মামলায় সাড়ে ১৪ মাস জেলবন্দি থাকার পর নিজের গড়ে ফিরে, রীতিমতো অ্যাকশন মোডে দেখা গেল হাবড়ার তৃণমূল বিধায়ককে। রাজনীতির মূল স্রোতে ফিরে সোশাল মিডিয়ায় প্রচারের ওপরেই জোর দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী ও বনমন্ত্রী। সেই লক্ষ্যেই জ্যোতিপ্রিয়র বিধানসভা এলাকায় পা রাখল তৃণমূলের হয়ে সোশাল মিডিয়ায় প্রচারকারী সংগঠন FAM (ফ্যাম)।

হাবড়ার তৃণমূল বিধায়ক  জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, FAM বলে একটি সংস্থা আছে আমাদের, যারা সোশাল মিডিয়ায় প্রচার করছে এবং যারা বাড়ি বাড়ি যাচ্ছে। সেই FAM-কে আমরা হাবড়ায় নিয়ে এলাম। হাবড়ার ২৪টি ওয়ার্ডে তারা কাজ করবে, কর্মীদের সাহায্য করবে। সোশাল মিডিয়াতে আরও জোর দিলাম। অপপ্রচার হচ্ছে তো সোশাল মিডিয়ায়। সেই অপপ্রচারগুলোর আমরা কাউন্টার করব।আমাদের উন্নয়ন তুলে ধরলেই অন্যজনের চাপা পড়ে যাবে।’
 
তৃণমূল সূত্রে খবর, মূলত তৃণমূল আমলের বিভিন্ন উন্নয়ন নিয়ে সোশাল মিডিয়ায় প্রচার করার কাজ চালাবে  এই সংগঠন। পাশাপাশি, হাবড়া পুরসভার ২৪টি ওয়ার্ডে বাড়ি বাড়ি ঘুরে তৃণমূল কর্মীদের সঙ্গে প্রচারেও নামবে তারা। FAM প্রতিনিধি অনির্বাণ রায়চৌধুরী বলেন,সোশাল মিডিয়াভিত্তিক যে দলীয় প্রচার বিভিন্ন জায়গায়,সেই প্রচারের একটা মাধ্যম হল FAM। এটা দলীয় একটা সংস্থা, আলাদা কোনও সংস্থা নয়। আজকে হাবড়ায় জ্যোতিপ্রিয় মল্লিকের হাত ধরে এই FAM-কে তিনি ইন্ট্রোডিউস করালেন।

যাদের মূল লক্ষ্য ছাব্বিশের বিধানসভা নির্বাচন, দলীয় প্রচার, যার মাধ্যম হবে মূলত সোশাল মিডিয়া। যে হাবড়া থেকে ৩ বার বিধায়ক হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক, যে জায়গাকে হাতের তালুর মতো চেনেন সেই বিধানসভা এলাকায় ভোটের আগে তৃণমূলের হয়ে প্রচার করতে কেন প্রচারক সংগঠনকে নামাচ্ছেন জ্যোতিপ্রিয়? তবে কি দলীয় কর্মীদের থেকে সোশাল মিডিয়ায় প্রচারকেই বেশি ভরসা করছেন হাবড়ার তৃণমূল বিধায়ক?

বারাসাত সাংগঠনিক জেলা বিজেপি নেতা ও সদস্য বিপ্লব হালদার বলেন, ওরা হতাশায় ভুগছে। জ্যোতিপ্রিয় মল্লিক নিজে বাইরে থাকবেন কিনা বিধানসভাতে এটা একটা ভাবার বিষয়।আইপ্যাকের ওপর ভরসা না থাকার কারণে ওরা FAM বলে এই কোম্পানির সঙ্গে যুক্ত হচ্ছেন। কারণ ওদের সংগঠনের ওপর ভরসা নেই, দলীয় কর্মীদের ওপর আস্থা নেই। ভারতীয় জনতা পার্টির আলাদা টেনশনের কোনও কারণ নেই।

আরও পড়ুন, রাত পেরোলোই চিকিৎসকদের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর

ভারতীয় জনতা পার্টি পিছিয়ে পড়া মানুষদের নিয়ে,সমাজের অগণিত মানুষদের নিয়ে পশ্চিমবঙ্গে সরকার গড়বে সেটা নিশ্চিত। বর্তমান ডিজিটাল যুগে, রাজনীতির ময়দানে লড়াইয়ের পাশাপাশি সোশাল মিডিয়ায় শাসক-বিরোধী সমানে সমানে টক্কর দেখা যায়। সূত্রের খবর, এই প্রচারকারী সংগঠন বিরোধীদের আক্রমণের মোকাবিলা করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের একাধিক উন্নয়নমূলক কাজের প্রচার চালাবে।

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal