কলকাতা: শনিবার দুপুর একটা নাগাদ স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে গিয়ে ফের আলোচনার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই নিজেদের আলোচনা করে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করার আগ্রহ প্রকাশ করে নবান্নে ইমেল করলেন জুনিয়র চিকিৎসকরা। জুনিয়র চিকিৎসকদের পাঠানো ইমেলে বৈঠকের স্থান ও সময় জানতে চাওয়া হয়েছে নবান্নের কাছে।

আরও পড়ুন: RG Kar Viral Audio Clip: ‘সঞ্জীব স্বীকার করেছেন, দ্বিতীয় কণ্ঠটি কলতানেরই, প্রযুক্তি পরীক্ষায় নেই সংশয়’, দাবি পুলিশের  

শনিবার বিকেলে সাংবাদিক বৈঠক করে জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতো বলেন, “আমাদের পাঁচ দফা দাবি নিয়ে স্বচ্ছতার সঙ্গে মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করতে চাই।  দু-পক্ষের মধ্যে স্বচ্ছতা বজায় রেখে এখনই চাইলে আমরা মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে চাই।  মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আমাদের ধর্না মঞ্চে এসে ইতিবাচক বার্তা দিয়েছেন তারপর স্বচ্ছতা বজায় রেখে আলোচনা করতে আমাদের কোনও আপত্তি নেই। ৩৫ দিন ধরে আন্দোলন ও পাঁচ দিন ধরে টানা স্বাস্থ্য ভবনের সামনে ধর্না দেওয়ার পরে যেভাবে মুখ্যমন্ত্রী একজন অভিভাবক হিসেবে আমাদের সঙ্গে কথা বলার ইচ্ছা প্রকাশ করেছেন তা আমাদের সদর্থক বলে মনে হয়েছে। তাই তাঁর সঙ্গে আমাদের পাঁচ দফা দাবি নিয়ে আলোচনা করতে কোনও আপত্তি নেই। আগেও যেমন আমরা আলোচনা বসতে চেয়েছিলাম আবারও বলছি আমাদের দাবি-দাওয়া নিয়ে আলোচনার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আমরা এই মুহূর্তেই অচলাবস্থা দূর করতে রাজি রয়েছি।”

জুনিয়র চিকিৎসকদের ইমেল পাওয়ার কিছুক্ষণের মধ্যে নবান্ন থেকে জানানো হয় সন্ধ্যা ৬ টার সময় কালীঘাটে নিজের বাসভবনে ১৫ জনের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

শুক্রবার জুনিয়র ডাক্তারদের লাইভ স্ট্রিমিংয়ের দাবি পূরণ না হওয়ায় নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক ভেস্তে গিয়েছিল। শনিবার দুপুরে স্বাস্থ্য ভবনের সামনে জুনিয়র চিকিৎসকদের ধর্না মঞ্চে গিয়ে সোজা হন মমতা। তাঁকে দেখে ‘বিচার চাই’ স্লোগান আরও জোর পেলেও, ধৈর্য হারাননি তিনি। বরং নিজেকে আন্দোলনকারীদের সমব্যথী এবং সমসাথী বলে উল্লেখ করেন। ফের আলোচনার ইচ্ছা প্রকাশ করেন।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: RG Kar Protest: ‘ক্ষতি হচ্ছে পড়াশোনার..’, ধর্না মঞ্চেই চালু এবার ‘অভয়া ক্লাস রুম’

আরও দেখুন



Source link

Shares:
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *