NOW READING:
TMCP-র চিকিৎসক নেতা আশিস পাণ্ডে-কে ঘিরে ‘চোর’ স্লোগান RG করে
September 25, 2024

TMCP-র চিকিৎসক নেতা আশিস পাণ্ডে-কে ঘিরে ‘চোর’ স্লোগান RG করে

TMCP-র চিকিৎসক নেতা আশিস পাণ্ডে-কে ঘিরে ‘চোর’ স্লোগান RG করে
Listen to this article


সন্দীপ সরকার, কলকাতা: আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের (RG Kar Medical College and hospital Doctor death case) ঘটনার প্রতিবাদ চলাকালীন থ্রেট কালচারের অভিযোগ উঠেছিল প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তার সঙ্গীদের বিরুদ্ধে। বুধবার থ্রেট কালচারের একাধিক অভিযোগের শুনানি ছিল আরজি কর মেডিক্যাল কলেজে। সেই শুনানি থেকে থ্রেট কালচারের ঘটনায় অন্যতম অভিযুক্ত আশিস পাণ্ডে (TMCP leader Ashish Pandey) বেরোতেই চোর চোর স্লোগান তুললেন আরজি কর মেডিক্যাল কলেজের জুনিয়র চিকিৎসকরা। এর পাশাপাশি আশিস পাণ্ডে-কে ঘিরে বিক্ষোভও দেখানো হয়।

আরও পড়ুন: RG Kar News: টালা থানাতেই ধর্ষণ-খুনের তথ্যপ্রমাণ লোপাটে ভুয়ো নথি তৈরির ছক ? বিস্ফোরক দাবি CBI-এর

বুধবার দুপুর আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে থ্রেট সিন্ডিকেট চালানোর অভিযোগে তৃতীয় দিনের শুনানিতে ১২ জনকে ডেকে জিজ্ঞাসাবাদ করেন তদন্ত কমিটির সদস্যরা। তাঁরা যখন থ্রেট সিন্ডিকেট চালানোর অভিযোগে ১২ জনকে ডেকে শুনানি চালাচ্ছিলেন তখন বাইরে থ্রেট কালচারের বিরুদ্ধে লাগাতার স্লোগান দিতে শোনা যায় জুনিয়র চিকিৎসকদের। আর শুনানি শেষে পুলিশি নিরাপত্তার মধ্যে হাসপাতাল থেকে বেরোতেই জুনিয়র চিকিৎসকদের বিক্ষোভের মুখে পড়ে আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত টিএমসিপি চিকিৎসক নেতা আশিস পাণ্ডে-কে। তাঁকে ঘিরে ধরে চোর চোর স্লোগান দিতে থাকেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা।

আরও পড়ুন: CESC Threat Culture : থ্রেট কালচারের ছায়া কি CESC-র অফিসে? তরুণীর কাছে ‘বদলির জন্য টাকার দাবি থেকে মারধর’

এই বিষয়ে প্রশ্ন করা হলে বিক্ষোভে শামিল জুনিয়র চিকিৎসকরা বলেন, “সন্দীপ ঘোষের ডান হাত আশিস পাণ্ডে থ্রেট সিন্ডিকেটের অন্যতম মাথা ছিল। পাশাপাশি সমস্ত রকম দুর্নীতির সঙ্গেই জড়িত ছিল। তাই তাঁরা যা স্লোগান দিয়েছেন তা মন থেকেই দিয়েছেন।”

প্রসঙ্গত উল্লেখ্য, আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে থ্রেট সিন্ডিকেট চালানোর অভিযোগে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ আশিস পাণ্ডে, সৌরভ পাল ও সরিফ হাসানকে বুধবার ডেকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত কমিটি। তাদের শুনানি চলাকালীন উত্তেজনা তৈরি হয়। অভিযুক্তদের দেখে ক্ষোভে ফেটে পড়েন জুনিয়র চিকিৎসকরা।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Suvendu Attacks TMC: বিজেপিকে ভয় পেয়েছে তৃণমূল, হাজরায় সভা থেকে দাবি শুভেন্দুর

আরও দেখুন



Source link