জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত বছরেই বলিউডে পা রাখেন আমিরপুত্র জুনেইদ খান(Junaid Khan)। বাবার স্টারডম থাকা সত্ত্বেও লোকচক্ষুর আড়ালে ছিলেন জুনেইদ। তবে ডেবিউতেই ছক্কা হাঁকিয়েছিলেন আমিরপুত্র। ২১ জুন নেটফ্লিক্সে মুক্তি পায় জুনেইদের ‘মহারাজ'(Maharaj)। তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ হয় নেটপাড়া।
সম্প্রতি তিনি প্রকাশ করেছেন যে, তিনি ৬-৭ বছর বয়সে ডিসলেক্সিয়া(Dyslexia) রোগে আক্রান্ত হয়েছিলেন। সেই সময় অভিনেতার বাবা-মা, আমির খান এবং রীনা দত্ত ‘তারে জমিন পর’ ছবির স্ক্রিপ্ট পড়ছিলেন। তখনই তাঁদের সামনে আসে, একমাত্র ছেলেও সেই রোগেই আক্রান্ত।
সোশ্যাল মিডিয়ায় এক সাক্ষাত্কারে জুনেইদ বলেন, ‘মা-বাবা দুজনের কেউই আমার পড়াশোনার ব্যাপারে মাথাব্য়থা করতেন না।’ সাক্ষাত্কারে অভিনেতাকে যখন জিজ্ঞাসা করা হয় যে, ছবিটি তাঁকে কতটা অনুপ্রাণিত করেছে। তিনি তখন বলেন, ‘যখন আমার বাবা-মা তারে জমিন পর-এর স্ক্রিপ্ট পড়েছিল। তখন তাঁরা বলছিল, এক সেকেন্ড! এই জিনিস তো আমরাও আমাদের ঘরে দেখেছি।’
আরও পড়ুন:IND vs AUS: অজিভূমে চরম লজ্জা, ১০ বছর পর বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া ভারতের!
তিনি আরও প্রকাশ করেন যে, আমির এবং রীনা তাঁকে নিয়ে ডাক্তারের কাছে যায়। তখনই তাঁরা জানতে পারে যে, জুনেইদ ডিসলেক্সিয়ায় আক্রান্ত। তিনি বলেন, ‘আমি খুবই ভাগ্যবান যে, বড় হয়ে ওঠার সময় এই রোগটি আমার জীবনে সেইভাবে প্রভাব ফেলতে পারেনি।’ এমনকি আমির এবং রীনা দুজনের মধ্যে কেউই তাঁকে কোনওদিন পড়াশোনার ক্ষেত্রে চাপের সৃষ্টি করেনি। তার বদলে তাঁরা সবসময় তাঁকে তাঁর সেরা করতে উত্সাহিত করতেন। অভিনেতা বলেন, ‘মা-বাবা বলত, সবসময় তোমাকে তোমার সেরাটা দিতে হবে।’
উল্লেখ্য, শ্রীদেবীর ছোট মেয়ে খুশি কাপুরের সঙ্গে এবার জুটিতে দেখা যাবে জুনেইদকে। ছবির নাম ‘লাভয়াপা’। রোম্যান্টিক ঘরানার এই ছবিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে এই জুটিকে। ছবিতে আরও দেখা যাবে, রাধিকা শরৎকুমার, সত্যরাজ, যোগী বাবু, এজাজ খান, রাভিনা রবি, আদনান সিদ্দিকী, এবং স্বাতী বর্মা। জানা গিয়েছে, নয়া প্রজন্মের প্রেম ও সম্পর্কের নানা জটিলতা, চড়াই-উৎরাই হতে চলেছে এই রোম্যান্টিক কমেডি ছবির মূল প্রেক্ষাপট। তার সঙ্গে অবশ্যই জুড়ে থাকবে হাসি, মজা এবং হুল্লোড়। ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন অদ্বৈত চন্দন। চলতি বছর ৭ ফেব্রুয়ারি ছবিটি বড়পর্দায় মুক্তি পেতে চলেছে।
প্রসঙ্গত, আমির খানের ছেলে হলেও অন্যান্য তারকা সন্তানদের চেয়ে অনেক ব্যতিক্রম জুনেইদ খান। তারকা সন্তানরা অভিনয়ে হোমওয়ার্ক না করেই সরাসরি পর্দায় হাজির হন। যা তাদের সমস্যায় ফেলে। কিন্তু জুনেইদ সেটা করেননি। তিনি তাঁর বাবার নামের কোনওরকম সাহায্য নেননি বা তার প্রোডাকশন হাউজের মাধ্যমে ইন্ডাস্ট্রিতে প্রবেশও করেননি। ৬ বছর থিয়েটার করেছেন। এরপর যশ রাজ ফিল্মসের সঙ্গে কাজ করেছেন তিনি। বাবার ছায়া ছাড়াই তিনি ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান গড়ার ইচ্ছা পোষণ করেছেন একাধিকবার। এখন সময় বলে দেবে, বাবাকে ছাড়িয়ে যেতে পারবেন কিনা আমিরপুত্র।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)