Jukti Tokko: ‘গত লোকসভা নির্বাচনে আসন কম পেলেও ২১-এর থেকে বেশি ভোট পেয়েছি। মানুষের বিরোধিতা তৃণমূলের ক্ষেত্রে বাড়ছে না কমছে? বিরোধীদের বিরোধিতায় কিছু ত্রুটি থাকতে পারে, আপনাদের মমতার বাংলায় গত ১০০ দিনে কতগুলো নারী নির্যাতনের ঘটনা ঘটেছে। আমরা বলিনি আর জি করের ঘটনার পিছনে তৃণমূল যুক্ত, কিন্তু তারা প্রমাণ লোপের সঙ্গে যুক্ত। দু-একজন মানুষ জেলে যেতেন, কিন্তু বাংলার মানুষ আপনাদের ছি ছি করতেন না। ‘হাতরাস, উন্নাও নিয়ে আপনাদের কথা বলার অধিকার নেই। মানুষ ঠিক সময়ে জবাব দেবে, আপনি বলুন সরকারি কর্মচারীদের কবে ডি এ দেবেন? চাকরির জন্য যারা আন্দোলন করছেন তাদের চাকরি কবে হবে? আজ অকথা-কুকথার প্রতিযোগিতা চলছে।’ এবিপি আনন্দের ‘যুক্তি-তক্কো’ অনুষ্ঠানে এসে আর কী বললেন বিজেপি নেতা সজল ঘোষ? ABP Ananda Live
+ There are no comments
Add yours