NOW READING:
‘ভারত ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে’, বললেন তথাগত রায়
March 15, 2025

‘ভারত ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে’, বললেন তথাগত রায়

‘ভারত ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে’, বললেন তথাগত রায়
Listen to this article


Jukti Takko: ‘ধর্মের নামে রাজনীতি করা যেন খুব বড় পাপ, বিশেষ করে সেই ধর্ম যদি হয় হিন্দু ধর্ম। সেটা করলে নাকি মেরুকরণ হট এবং সেটা খুব অন্যায়। স্বাধীনতার সময় আমরা যে তথাকথিত ধর্ম -নিরপেক্ষতা পেয়েছি সেটা ঠিক করেছেন ইংল্যান্ডে পড়া দুজন ভারতীয় ব্যারিস্টার। তাদের মধ্যে একজন ব্যারিস্টারের পোশাক ছেড়ে ধুতি পরতে শুরু করেছিলেন অন্যজন মাথায় গান্ধী তুপি দিলেও মননে-ব্যবহারে, আচার আচরণে সাহেবি ছিলেন। মহম্মদ আলী জিন্না প্রবল চেষ্টা করেছিলেন পাকিস্তান হাসিল করতে, তার জন্য কলকাতায় দাঙ্গা লাগিয়ে দিলেন। এরপর এতদিন যারা ভারত ভাগের বিরোধিতা করেছিলেন তাদের নাড়ি ছেড়ে গেল। ভারত ভাগ হয়েছিল ধর্মের ভিত্তিতে, অন্য কোন ভিত্তিতে নয়’, এবিপি আনন্দের ‘যুক্তি-তক্কো’ অনুষ্ঠানে এসে আর কী বললেন তথাগত রায়? ABP Ananda Live   



Source link