Shatarup Ghosh: জ্যোতি বসু বলেছিলেন, আমরা যখন সরকারে আসছি তখন আমাদের বিরুদ্ধে এমন প্রচার ছিল যে এরা কমিউনিস্ট, নাস্তিক। এরা ক্ষমতায় আসলে বাংলা থেকে লক্ষ্মীপুজো উঠে যাবে। বামপন্থীদের হাতে ক্ষমতা যাওয়া মানে বাধ্যতামূলক নাস্তিকতা নয়। ৩৪ বছর আমরা সরকার চালিয়েছি, ভারতীয় সংবিধান অনুযায়ী শাসক দলের কাজ হল প্রত্যেকের পড়াশোনার ব্যবস্থা করা, খাবারের ব্যবস্থা করা সেইসঙ্গে যেন সবাই তাদের নিজ নিজ ধর্ম পালন করতে পারে তা নিশ্চিত করা। নেতাজির স্বধর্মে পালন করে কোন দ্বিধা ছিল না। ‘পশ্চিমবঙ্গের প্রতিটি মানুষ যেন নিজের ধর্ম পালন করতে পারে এই প্রশ্নে বামফ্রন্ট সরকার ১০০-তে ১০০ পেয়েছে। আমার বিশ্বাস তথাগত রায়, রাহুল সিনহার মতো মানুষরাও আমার সঙ্গে একমত হবেন। ‘ এবিপি আনন্দের ‘যুক্তি-তক্কো’ অনুষ্ঠানে বললেন সিপিএম নেতা শতরূপ ঘোষ।