0
0
Listen to this article
Read Time:1 Minute, 18 Second
Jukti Takko: ১৯৪৭ সালে যোগেন্দ্রনাথ মণ্ডল বাংলাভাগের তীব্র বিরোধিতা করেছিলেন। কিন্তু তার কথা মানা হয়নি। তিনি ছিলেন পাকিস্তানের ক্যাবিনেট মন্ত্রী। এর ঠিক ৩ বছর পর পদত্যাগ করেন। ঠিক একই ঘটনা ২০২৪ সালে ঘটেছে। চিন্ময়কৃষ্ণ দাসের উকিলদের তার হয়ে দাঁড়াতেই দেওয়া হচ্ছে না। রবীন্দ্র ঘোষকে আক্রমণ করা হয়েছে। এটা জাস্টিস নাকি বিচারের নামে প্রহসন? কখনও বাংলাদেশ সেনা, কখনও পুলিশ, কখনও জামাত হিন্দুদের উপর অত্যাচার চালাচ্ছে। ২০০১ সাল, পূর্নিমা শীলকে নির্যাতন করা হয়। ১৯৪৭ সাল থেকে এই মৌলবাদের বীজ রোপণ করা হয়েছিল। সাম্প্রদায়িকতার বীজ বপণ করা হয়েছিল ১৯৪৭ সালে। যাদের রাজাকার বলা হয় তাদের মনে ছিল হিংসার বীজ। এবিপি আনন্দের ‘যুক্তি-তক্কো’ অনুষ্ঠানে এসে বললেন বিজেপি মুখপাত্র কেয়া ঘোষ।
About Post Author
JagoronBarta
জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Post Views: 2