জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বদলের বাংলাদেশে মহিলাদের নিরাপত্তা নিয়ে বারংবার উঠছে প্রশ্ন। সাম্প্রতিক সময় ৮ বছরের এক শিশুর ধর্ষণ ঘিরে উত্তাল হয়ে ওঠে গোটা বাংলাদেশ। সারা দেশ জুড়েই আসছিল ধর্ষণের একাধিক খবর। এবার ঢাকার (Dhaka) পল্লবীতে এক নারী সাংবাদিককে (Journalist Rape Case) সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ ওঠে। সেই ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে বাংলাদেশের পুলিস।
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
জানা যাচ্ছে, নির্যাতিতা একটি পত্রিকার সাংবাদিক। মঙ্গলবার, ১৮ মার্চ এ তথ্য নিশ্চিত করেছেন পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহম্মদ নজরুল ইসলাম। তিনি জানান, এক নারী সাংবাদিক সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন বলে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগটি পাওয়া মাত্রই অভিযুক্ত দুজনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন- Nagpur Violence | Vicky Kaushal: ‘যার বউ মুসলিম, সে কী করে এটা করল!’, নাগপুর সংঘর্ষে কাঠগড়ায় ভিকি…
পল্লবী থানার ওসি মহম্মদ নজরুল ইসলাম বলেন, নির্যাতিতা ওই নারী সাংবাদিককে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে।
আরও পড়ুন- Sunita Williams | Narendra Modi: ‘প্রিয় সুনীতা, ভালো থেকো…’, আকাশের ঠিকানায় চিঠি লিখলেন মোদী…
নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনায় উত্তাল সারাদেশ। এপার বাংলার রাত দখলের মতোই বাংলাদেশের মেয়েরাও নেমেছে পথে। সাম্প্রতিক সময়ে ধর্ষণসহ নারী ও কন্যাশিশুদের উপর অত্যাচারের প্রতিবাদ এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবিতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ, সড়ক অবরোধসহ নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষজন। এরই মাঝে মহিলা সাংবাদিককে ধর্ষণের খবর উঠে এল খোদ ঢাকায়।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)