# Tags
#Blog

ভিতরে বীণা হাতে দেবী সরস্বতী, বাইরে বন্দুক হাতে পুলিশ, বেনজির ছবি যোগেশচন্দ্র কলেজে

ভিতরে বীণা হাতে দেবী সরস্বতী, বাইরে বন্দুক হাতে পুলিশ, বেনজির ছবি যোগেশচন্দ্র কলেজে
Listen to this article


পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: যোগেশচন্দ্র কলেজে বাগদেবীর আরাধনা ঘিরে বেনজির বেনজির ছবি চোখে পড়ল। দেখা গেল, ভিতরে বীণা হাতে দেবী সরস্বতী। আর বাইরে বন্দুক হাতে পুলিশ। অনেকে বলছেন, এটাই দেখার বাকি ছিল। পুলিশি পাহারায় বাগদেবীর আরাধনার এমন দৃশ্য বেনজির। শুক্লবর্ণা দেবীর বন্দনাতেও শেষ পর্যন্ত পুলিশ রাখতে হল, বিস্মিত অনেকেই। (Jogesh Chandra Chaudhuri College)

কলকাতা হাই কোর্টের নির্দেশে রবিবার এভাবেই কড়া পুলিশি প্রহরায় যোগেশচন্দ্র চৌধুরী আইন কলেজে হল সরস্বতী পুজো। কলেজের গেটের বাইরে পুলিশ মোতায়েন ছিল। কলেজে ঢোকার মুখে এবং ভিতরেও মোতায়েন ছিল পুলিশ। বাইরের কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না পুলিশ। আইকার্ড দেখিয়ে কলেজে ঢুকতে হচ্ছিল পড়ুয়াদের। (Saraswati Puja)

গীতার শ্লোকে বলা ছিল, সত্ত্বগুণে জ্ঞান লাভ হয়। তাই জ্ঞানময়ী সর্বশুক্লা দেবী সরস্বতী জ্ঞানে গুণান্বিত বলে তার গায়ের রঙ শুক্লবর্ণ অর্থাৎ দোষহীনা। কিন্তু তিনি স্বচ্ছতা-নির্মলতার প্রতীক হলেও, বঙ্গ জীবনের রন্ধ্রে রন্ধ্রে এখন যে অস্বচ্ছতা বাসা বেধেছে, তার জেরে পুলিশি প্রহরায় পুজোপ ছবিও দেখতে হল খাস কলকাতার বুকে। 

কলেজের গেটের বাইরে বেঞ্চ পাতা, সরস্বতী পুজোর দিন সেই বেঞ্চে বসে পড়ুয়ারা শাড়ি-পাজামা-পাঞ্জাবী পড়ে আড্ডা দিচ্ছেন, সরস্বতী পুজোর এমন ছবি দেখতেই অভ্যস্ত সকলে। কিন্তু আজ যোগেশচন্দ্র কলেজে গিয়ে দেখা গেল, সাদা উর্দি পড়া কলকাতা পুলিশের একঝাঁক পুরুষ-মহিলা কর্মী মোতায়েন রয়েছেন। কেউ আবার চেয়ারে বসে, তো কেউ দাঁড়িয়ে, কারও হাতে আবার স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র। 

এই ছবি দেখে অনেকেরই মনে হচ্ছে, কলেজে ভোট হচ্ছে, তাই বাইরে পুলিশি পাহারা। কিন্তু আদতে এই ব্য়বস্থা নির্বিঘ্নে সরস্বতী পুজো করার জন্য়। বীণা রঞ্জিত পুস্তক হস্তে অর্থাৎ যে দেবীর একহাতে বীণা ও অন্য হাতে পুস্তক, তাঁরই পুজো হল বন্দুক হাতে দণ্ডায়মান পুলিশের নজরদারিতে। পরিস্থিতি খতিয়ে দেখতে দুপুরে কলেজে হাজির হন খোদ কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার অজয় প্রসাদ।

প্রতি বছরই যোগেশচন্দ্র চৌধুরী কলেজে দু’টি আলাদা আলাদা সরস্বতী পুজোর আয়োজন করা হয়। একটি ডে বিভাগের, আর একটি আইন বিভাগের। এই আইন বিভাগের প্রাক্তনী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এবছর কলেজের ভিতরে সংস্কার চলছে। আইন বিভাগের পড়ুয়াদের অভিযোগ, ডে বিভাগের পুজোর প্যান্ডেল এমন জায়গায় করার ব্যবস্থা হচ্ছিল যে তাঁদের যাতায়াত করতে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছিল। আর এই নিয়েই বাঁধে সংঘাত।

পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। বিচারপতি জয় সেনগুপ্তর নির্দেশে শেষ অবধি পুলিশি নজরদারিতে হল সরস্বতী পুজো। আইন বিভাগের পুজো কলেজের ভিতরে হলেও, কলেজের বাইরে, পাশের গলিতে পুজোর আয়োজন করেন ডে বিভাগের পড়ুয়ারা।

আরও দেখুন



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal