# Tags
#Blog

Joe Biden:আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন!

Joe Biden:আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্য়ুরো: জল্পনা চলছিলই। আমেরিকায় আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন। রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভোটে লড়বেন না তিনি। কেন? বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জানালেন, ‘আমার মনে হয়, প্রেসিডেন্ট হিসেবে বাকী সময়টুকু নিজের কর্তব্যে নজর দেওয়াটাই দেশ ও পার্টি স্বার্থে সেরা সিদ্ধান্ত’।

আরও পড়ুন:  Bangladesh Quota Movement: সংরক্ষণ নয়, মেধার ভিত্তিতেই চাকরি! ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের…

চলতি বছরেই মার্কিন মুলুকে প্রেসিডেন্ট নির্বাচন। কবে? নভেম্বরে। সেই রিপালবিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। তাঁর বিরুদ্ধে ডেমোক্র্যাট দলের প্রার্থী ছিলেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। দেশজুড়ে ভোটের প্রচারে শুরু করে দিয়েছিলেন তিনি। কিন্তু বাইডেন শারীরিক ভাবে সম্পূর্ণ সুস্থ নন বলেই দাবি অনেকেই। এমনকী, বাইডেন পরিবারের লোকেরাও চাইছিলেন না, তিনি ভোটে দাঁড়ান। মার্কিন সংবাদমাধ্যম সূত্রে তেমনই।

এদিকে সম্প্রতি ভোট-প্রচারের মাঝেই করোনায় আক্রান্ত হন ৮১ বছর বয়সী বাইডেন।  বুধবার লাস ভেগাস যাওয়ার সময় তিনি অসুস্থ বোধ করেন। তাঁর শারীরিক পরীক্ষা হলে কোভিড ধরা পড়ে। এখন আইসোলেশনে রয়েছেন তিনি। ফলে বাইডেনে নির্বাচন থেকে সরে দাঁড়ানো নিয়ে জল্পনা আরও বাড়ে। এবার কে হবেন ডোমোক্র্য়াটদের প্রেসিডেন্ট পদপ্রার্থী? উঠে আসছে একাধিক নাম। ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস, প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার স্ত্রী মিশেল ওবামারা দৌড়ে আছেন।

আরও পড়ুন:  Influencer dies during Live: মাত্রাতিরিক্ত খেয়েই হল কাল! লাইভেই অঘোরে প্রাণ হারাল ২৪ বছরের ভ্লগার…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal