দশম শ্রেণি উত্তীর্ণ হলেই পাবেন রেলের এই চাকরি, কোন পদে নিয়োগ? শূন্যপদ কত?

Estimated read time 1 min read
0 0
Listen to this article
Read Time:5 Minute, 37 Second


Job News: পূর্ব রেলে (Eastern Railways) হতে চলেছে নিয়োগ। গ্রুপ সি এবং গ্রুপ ডি (Group C and Group D) – এই দুই বিভাগে নিয়োগ করবে ইস্টার্ন রেলওয়ে কর্তৃপক্ষ। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। RRC/ER – এর অফিশিয়াল ওয়েবসাইট rrcer.org – এখানে গিয়ে আবেদন করা যাবে চাকরির জন্য। এছাড়াও rrcrecruit.co.in – এই ওয়েবসাইটের মাধ্যমেও অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা। মোট ৬০টি শূন্যপদ রয়েছে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শেষ হবে ১৪ ডিসেম্বর, ২০২৪ তারিখে। স্পোর্টস কোটার আওতায় এই নিয়োগ করা হবে। 

কোথায় কত শূন্যপদ রয়েছে দেখে নিন একঝলকে 

  • গ্রুপ সি, লেভেল ৪ / লেভেল ৫ – ৫টি শূন্যপদ 
  • গ্রুপ সি লেভেল ২ / লেভেল ৩ – ১৬টি শূন্যপদ 
  • গ্রুপ ডি লেভেল ১ (7thCPC) – ৩৯টি শূন্যপদ 

আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের সীমাবদ্ধতা 

  • লেভেল ৪ অথবা লেভেল ৫ – স্নাতক কিংবা সমতুল্য পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। যেকোনও বিষয়ে স্নাতক হলেই চলবে। তবে সরকার অনুমোদিত এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় কিংবা প্রতিষ্ঠান থেকে স্নাতক উত্তীর্ণ হতে হবে। 
  • লেভেল ২ অথবা লেভেল ৩ – দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে ১০+২ পরীক্ষা পদ্ধতিতে। অথবা এর সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে আবেদনকারীদের। এখানেও সরকার অনুমোদিতে বোর্ড বা কাউন্সিল বা প্রতিষ্ঠান থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। অথবা যদি আবেদনকারী ম্যাট্রিক পাশ করেন কোনও স্বীকৃত বোর্ড থেকে এবং তাঁর Course Completed Act Apprenticeship – এর আওতায় কোনও কোর্স করা থাকে কিংবা দশম শ্রেণি উত্তীর্ণ হয়ে থাকেন সরকার অনুমোদিত বোর্ড, কাউন্সিল বা প্রতিষ্ঠান থেকে তাহলে আবেদন করা যাবে। 
  • লেভেল ১ – উত্তীর্ণ হতে হবে দশম শ্রেণি বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। অথবা আইটিআই উত্তীর্ণ হতে হবে কিংবা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে। এছাড়া যদি কারও NCVT অনুমোদিতে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ সার্টিফিকেট (NAC) থাকে তাহলে তিনিও আবেদন করতে পারবেন। 

আবেদনকারীদের বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। অর্থাৎ ১৮ বছরের কম বয়সীরা এবং ২৫ বছরের বেশি বয়সীরা এই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন না। ০১.০১.২০২৫- এর নিরিখে এই বয়সের সীমাবদ্ধতা নির্ধারণ করা হবে। 

আবেদনকারীদের মধ্যে থেকে কীভাবে যোগ্য প্রার্থীদের বেছে নেওয়া হবে দেখে নিন 

স্পোর্টস কোটার আওতায় হবে নির্বাচন। আবেদনকারী খেলাধুলায় কী সাফল্য পেয়েছেন তার উপর থাকবে ৫০ নম্বর। এছাড়াও দেখা হবে খেলায় দক্ষতা এবং শারীরিক ফিটনেস। এর পাশাপাশি ট্রায়ালের সময় কোচ যা নিরীক্ষণ করবেন তার উপরেও থাকবে ৪০ নম্বর। আর আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতার উপর থাকবে ১০ নম্বর। 

অ্যাপ্লিকেশন ফি 

অসংরক্ষিত শ্রেণির আবেদনকারীদের জন্য অ্যাপ্লিকেশন ফি ৫০০ টাকা ধার্য করা হয়েছে। অন্যদিকে তফশিলি জাতি, তফশিলি উপজাতি এবং মহিলা, অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া শ্রেণির আবেদনকারীদের জন্য ২৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে। ইন্টারনেট ব্যাঙ্কিং, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনেই অ্যাপ্লিকেশন ফি জমা দিতে হবে। 

আরও পড়ুন- আইডিবিআই ব্যাঙ্কে বিশেষ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ আজই, কারা আবেদন করতে পারবেন ? 

ডিসক্লেমার :  পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও দেখুন



Source link

About Post Author

JagoronBarta

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *