Job News: ব্যাঙ্ক অফ বরোদা (bank of Baroda) লোকাল ব্যাঙ্ক অফিসার (Local Bank Officer) পদে নিয়োগ করতে চলেছে। যোগ্য প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার অফিশিয়াল ওয়েবসাইটের। এই নিয়োগের মাধ্যমে প্রায় ২৫০০ শূন্যপদ পূরণ হবে। আবেদন করার শেষ তারিখ ২৪ জুলাই। bankofbaroda.in – এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যাবে।
আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কেমন হওয়া প্রয়োজন
যাঁরা আবেদন করতে চাইছেন, তাঁদের স্নাতক ডিগ্রি থাকতে হবে। যেকোনও বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলেই হবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয়/ইন্সটিটিউট থেকে এই ডিগ্রি পেতে হবে। Integrated Dual Degree (IDD) থাকলেও আবেদন করা যাবে। যেহেতু লোকাল অফিসার নিয়োগ করা হবে, তাই স্থানীয় ভাষায় দখল থাকতে হবে। যে রাজ্যের ক্ষেত্রে আবেদন করছেন, সেই রাজ্যের স্থানীয় ভাষা জানতে হবে আবেদনকারীকে। পড়া, লেখা, বলা এবং বোঝা- এই চার ব্যাপারেই স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে আবেদনকারীদের। এর পাশাপাশি জানা গিয়েছে, আবেদনকারীদের বয়স ২১ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।
নিয়োগ প্রক্রিয়া
অনলাইন পরীক্ষা, সাইকোমেট্রিক টেস্ট অথবা অন্য কোনও পরীক্ষা যা পরবর্তী নিয়োগ প্রক্রিয়ার জন্য উপযুক্ত হবে তা নেওয়া হবে। আবেদনকারীদের এইসব পরীক্ষা নিতে হবে। এরপর গ্রুপ ডিসকাশন এবং ইন্টারভিউ নেওয়া হবে আবেদনকারীদের। অনলাইন পরীক্ষায় যাঁরা উত্তীর্ণ হবেন, তাঁদেরই এই গ্রুপ ডিসকাশন অথবা ইন্টারভিউ রাউন্ডে ডাকা হবে। ১২০ নম্বরের অনলাইন পরীক্ষা হবে। ১২০টি প্রশ্ন থাকবে। মোট ১২০ মিনিটের অর্থাৎ ২ ঘণ্টার পরীক্ষা হবে। এই অনলাইন পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে আবেদনকারী ডাক পাবেন গ্রুপ ডিসকাশন বা ইন্টারভিউ রাউন্ডে।
অ্যাপ্লিকেশন ফি
জেনারেল, ইকোনমিকালি উইকার সেকশন এবং ওবিসি শ্রেণির আবেদনকারীদের ৮৫০ টাকা অ্যাপ্লিকেশন ফি এবং তার সঙ্গে পেমেন্ট গেটওয়ে চার্জ দিতে হবে। অন্যদিকে, তফশিলি জাতি, তফশিলি উপজাতি, বিশেষ ভাবে সক্ষম, অবসরপ্রাপ্ত কর্মচারী এবং মহিলা আবেদনকারীদের ১৭৫ টাকা অ্যাপ্লিকেশন ফি এবং পেমেন্ট গেটওয়ে চার্জ জমা দিতে হবে। ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআই- এইসবের মাধ্যমে পেমেন্ট করতে হবে। বাকি যাবতীয় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে ব্যাঙ্ক অফ বরোদার অফিশিয়াল ওয়েবসাইটে।
ডিসক্লেমার : পরামর্শস্বরূপ পরীক্ষার্থী/চাকরিপ্রার্থীদের উপকারহেতু এই তথ্যাদি দেওয়া হচ্ছে। তবুও, তাঁদের কাছে একান্ত অনুরোধ, আবেদন করার আগে সংশ্লিষ্ট ওয়েবসাইট, উপযুক্ত সরকারি সূত্র থেকে সরকারি নথি/বিজ্ঞপ্তি খুঁটিয়ে দেখে নিন অবশ্যই। শুভেচ্ছা।
Education Loan Information:
Calculate Education Loan EMI