জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ঝাড়খণ্ড বিধানসভায় বিজেপিকে জেতাতে আদাজল খেয়ে ময়দানে নেমেছিলেন অমিত শাহ, নরেন্দ্র মোদীরা। শাহ বারবার বলছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার দুর্নীতির কথা, আদিবাসীদের জমির কথা। পাশাপাশি তিনি বলছিলেন, অনুপ্রবেশকারীরা এসে আদিবাসী মহিলাদের বিয়ে করে তাদের সম্পত্তির মালিক হয়ে যাচ্ছে। কিন্তু ঝাড়খণ্ড বিধানসভার ভোটের ফলাফলে তার কোনও প্রতিফল নেই। রাজ্যের ৮১ বিধানসভা আসনের মধ্যে ৫৬ আসনে জয়ী জেএমএম, ২৪ আসনে জয়ী বিজেপি, একটি আসনে জয়ী অন্যান্যরা। আর এই জয়ের পেছনে অনেকটা ক্রেডিট দেওয়া হচ্ছে ‘হেলিকপ্টার ম্যাডাম’ কল্পনা সোরেনকে।
আরও পড়ুন-মহারাষ্ট্রে বিপুল জয়ের পথে এনডিএ, মুখ্যমন্ত্রীর কুরসিতে শিন্ডে নাকি ফড়নবীস বড় চ্যালেঞ্জ বিজেপির!
দুর্নীতির মামলায় জড়িয়ে জেলে যাওয়ার পর রাজনীতিতে পা রাখেন কল্পনা। নির্বাচন হওয়া পর্যন্ত মোট ২০০ সভা করেছেন। ইনিই হেমন্ত সোরেনের স্ত্রী। তিনি আবার বিধায়কও। বিজেপি নির্বাচনী প্রচারে বারবার করে হেমন্ত ও কল্পনা সোরেনকে বান্টি ওউর বাবলি বলে কটাক্ষ করে এসেছে। সেই বান্টি বাবলির দাপটেই বিজেপি এখন ব্যাক বেঞ্চে। কল্পনা আবার হেলিকপ্টার ম্যাডাম হিসেবেও রাজ্য পরিচিতি। নির্বাচন ফুরলেই কল্পনা উবে যাবেন বোঝাতেই এমন কথা প্রচার করত বিজেপি।
ঝাড়খণ্ডে প্রচারে এসেছিলেন নরেন্দ্র মোদী, অমিত শাহ, মধ্য প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান, অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্বশর্মারা। তাদের হিন্দুত্ব, অনুপ্রবেশ, আদিবাসীদের জমি দখলের মতো ইস্যু কোনও কাজে আসেনি। বরং জমি কেলঙ্কারিতে ইডির গ্রেফতারের পরও আদিবাসী সেন্টিমেন্টকে ভালোভাবে কাজে লাগাতে পেরেছেন হেমন্ত সোরেন ও কল্পনা সোরেন। বারহাইতে জিতেছেন হেমন্ত সোরেন। জয় তুলে নিয়েছেন কল্পনাও। নির্বাচনী ফলে ঝাড়খণ্ডে শীতেও হেমন্তের বাতাস।
২০১৯ সালের বিধানসভা ভোটে জয়ী হয়েছিল জেএমএম-আরজেডি-কংগ্রেসের মহাজোট। এবার ভোটের আগে বাবুলাল মান্ডিকে দলে টেনেছিল বিজেপি। গত লোকসভা ভোটে বিপুল বোটে জয়ী হয় বিজেপি। ফলে গেরুয়া শিবিরের একটা আশা ছিল বিধানসভাতেও তারা বিপুল জয় পাবেন। কিন্তু ফল হয়েছে উল্টো। অর্থাত্ ভোটারদের মন বুঝতে ব্যর্থ গেরুয়া শিবির। দলত্যাগী জেএমএম নেতা চম্পাই সোরেনের ছেলে বাবুলাল হেরেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মধু কোড়া ও অর্জুন মুন্ডার স্ত্রী হেরেছেন। তালিকায় রয়েছেন বিরোধী শিবিরের আরও গুরুত্বপূর্ণ নেতাও।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)