JIO Recharge Plan : JioHotstar OTT প্ল্যাটফর্ম বাজারে আসতেই শুরু হয়ে গিয়েছে আলোচনা। অনেকের মনে এসেছে এই প্রশ্ন। এক রিচার্জে (Mobile Recharge) এই OTT প্লাটফর্মের সুবিধা পেতে চাইছেন গ্রাহকরা। সেক্ষেত্রে কোন রিচার্জ প্ল্যান (Recharge Plan) করতে পারে সমস্যার সামাধান। জেনে নিন এখানে।
আলাদা টাকা লাগবে না
JioStar দেশে একটি নতুন OTT প্ল্যাটফর্ম JioHotstar চালু করেছে। এতে ব্যবহারকারীরা Disney + Hotstar এবং JioCinema-র কনটেন্ট এক জায়গায় দেখতে পারবেন। আপনি যদি বিনামূল্যে এই OTT প্ল্যাটফর্মের সাবস্ক্রিপশন চান, তাহলে আপনার কাছে একটি দুর্দান্ত সুযোগ রয়েছে। Jio তার রিচার্জ প্ল্যানে এই OTT-র তিন মাসের সাবস্ক্রিপশন অফার করছে। এর মাধ্যমে আপনি টাকা খরচ না করেই আপনার মোবাইলে আইপিএল ম্যাচ দেখতে পারবেন। জেনে নিন, Jio-র এই প্ল্যানে কী রয়েছে।
Jio-এর 949 টাকার প্ল্যান
এই Jio প্ল্যানের ভ্যালিডিটি 84 দিনের। এই সময়ের মধ্যে ব্যবহারকারীরা প্রতিদিন 2GB ডেটার হিসাবে মোট 168GB ডেটা পাবেন। এর সঙ্গে প্রতিদিন ফ্রি আনলিমিটেড কলিং এবং 100টি SMS দেওয়া হচ্ছে। 5G ব্যবহারকারীদের এই বিষয়ে চিন্তার দরকার নেই। তারা প্ল্যানের বৈধতার সময় সীমাহীন ডেটা পেতে থাকবেন। এই প্ল্যানের সঙ্গে কোম্পানি নতুন OTT প্ল্যাটফর্ম JioHotstar-এর 3 মাসের সাবস্ক্রিপশনও অফার করছে। Jio-র প্ল্যানের বৈধতা 84 দিনের হলেও JioHotstar-এর সাবস্ক্রিপশন সম্পূর্ণ 90 দিন ধরে চলবে। এই সময়ে আপনি বিনামূল্যে আপনার মোবাইলে IPL ম্যাচগুলিও উপভোগ করতে পারবেন।
এয়ারটেলের 979 টাকার প্ল্যান
Jio-এর এই প্ল্যানের সঙ্গে প্রতিযোগিতায় রয়েছে Airtel 979 টাকার প্ল্যান। 84 দিনের বৈধতার এই প্ল্যানে ব্যবহারকারীদের প্রতিদিন 2GB ডেটা, 100 SMS, আনলিমিটেড কলিং এবং 5G ডেটা দেওয়া হচ্ছে। এর সঙ্গে সঙ্গে প্রতি মাসে ফ্রি স্প্যাম অ্যালার্ট ও ফ্রি হ্যালোটিউনের সুবিধাও দিচ্ছে সংস্থা। এই প্যাকের সঙ্গে ব্যবহারকারীদের Airtel Extreme Play-এর প্রিমিয়াম সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে। এর মাধ্যমে Sony Liv, Chaupal, Lionsgate, Hoi-Choi এবং Sunnext সহ 22 OTT প্ল্যাটফর্মের কনটেন্ট অ্যাক্সেস করা যেতে পারে।
স্ট্রিমিং প্ল্যাটফর্ম হিসেবে জিও সিনেমা এবং ডিজনি হটস্টার মিলে একত্রে জিও হটস্টার এনেছে রিলায়েন্স জিও। ১৪ ফেব্রুয়ারি থেকেই ভারতে চালু হয়েছে এই জিও হটস্টারের পরিষেবা। এবার থেকে জিও সিনেমা এবং ডিজনি হটস্টারের (Jio Hotstar) সমস্ত কনটেন্ট একত্রে দেখা যাবে এই স্ট্রিমিং প্ল্যাটফর্মে। সংস্থার লোগোও বদলে গিয়েছে।
জিও সিনেমা অ্যাপ ডাউনলোড করা থাকলে তা সরাসরি রিডিরেক্ট হয়ে যাবে জিও হটস্টার অ্যাপে। যে সমস্ত গ্রাহকের জিও সিনেমা (Jio Hostar App) কিংবা ডিজনি হটস্টারের সাবস্ক্রিপশন (Jio Hotstar Subscription) নেওয়া ছিল তারাও খুব সহজেই এই অ্যাপে তাদের পছন্দের কনটেন্ট দেখতে পারবেন। অরিজিনাল কনটেন্ট ছাড়াও জিও হটস্টারে পাওয়া যাবে আরও কিছু কিছু বাইরের প্ল্যাটফর্মের কনটেন্টও।
SBI Fraud : ‘SBI থেকে বলছি’, এই ফোন এলেই সাবধান ! যাবে সব টাকা
আরও দেখুন