NOW READING:
Jio Offer| AirFiber: অবিশ্বাস্য! এক বছরের রিচার্জ একেবারে ফ্রি করে দিচ্ছে জিও! জেনে নিন অফারের খুঁটিনাটি…
September 19, 2024

Jio Offer| AirFiber: অবিশ্বাস্য! এক বছরের রিচার্জ একেবারে ফ্রি করে দিচ্ছে জিও! জেনে নিন অফারের খুঁটিনাটি…

Jio Offer| AirFiber: অবিশ্বাস্য! এক বছরের রিচার্জ একেবারে ফ্রি করে দিচ্ছে জিও! জেনে নিন অফারের খুঁটিনাটি…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পুজোর মুখে লোভনীয়  অফার আনল জিও। কোম্পানির এক বছরের প্রিপেইড প্ল্যান নিতে গেলে লাগে ৩৫৯৯ টাকা। এতে এক বছরের  জন্য কল ফ্রি, সঙ্গে মেলে ডেটা। সেই সুবিধে এবার পাওয়া যাবে একেবারে বিনামূল্যে। তবে রয়েছে শর্ত।

আরও পড়ুন- খুলে নেওয়া হল ত্রিপল-ফ্যান, ধরনা সরাতে পরোক্ষে চাপ! জুনিয়র ডাক্তারদের সন্দেহ…

কোম্পানির তরফে ঘোষণা করা হয়েছে একটি জিও এয়ার ফাইবার ব্রডব্যান্ড কানেকশন নিলে একবছরের জন্য মোবাইলে কল ও ডেটা ফ্রি।

কীভাবে পাবেন ওই অফার?

কোম্পানির তরফে জানানো হয়েছে, একটি জিও এয়ার ফাইবার বুক করতে হবে জিও-র ওয়াবসাইট বা জিওর অ্যাপে গিয়ে। এর জন্য খরচ হবে ৫০ টাকা।

জিও এয়ার ফাইবারের ফ্রিডম অফারে ৩ মাসের জন্য ৩০ শতাংশ ডিসকাউন্টে পাওয়া যাবে এয়ার ফাইবার।

এই অফারে পাওয়া যাবে আনলিমিটেড ওয়াইফাই। তবে লিমিট ১০০০ জিবি ডেটা।

মিলবে যাবে ৮০০ টিভি চ্যানেল ও ১৩টি ওটিটি প্ল্যাটফর্ম।

জিও এয়ার ফাইবার কানেকশন নিলেই মিলবে জিও নেটওয়ার্কের ৩৫৯৯ টাকার প্ল্যান।

এই প্ল্যানে মিলবে রোজ ২.৫ জিবি ডেটা।

আনলিমিটেড কল।

আনলিমিটেড ৫জি ডেটা।

রোজ ১০০ এসএমএস।

যে কোনও নেটওয়ার্কে ফ্রি রোমিং।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link