জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দিল্লির শ্রদ্ধা খুনের ছায়া এবার ঝাড়খণ্ডে। ফের প্রেমিকাকে খুনের অভিযোগ লিভ-ইন পার্টনারের বিরুদ্ধে। অভিযোগ, প্রেমিকাকে জঙ্গলে নিয়ে গিয়ে ধর্ষণ করে খুন করে প্রেমিক। তারপর প্রেমিকার দেহ ৪০ টুকরো করে। টুকরো করা দেহাংশ তারপর জঙ্গলে গিয়ে ফেলেও আসে অভিযুক্ত প্রেমিক।
হাড়হিম করা ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের খুন্তি জেলায়। জানা গিয়েছে, গত ৮ নভেম্বর এই নৃশংস খুন ধর্ষণের ঘটনাটি ঘটে। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিস। কুকর্মের পর প্রমাণ লোপাটের উদ্দেশ্যে দেহ টুকরো করে জঙ্গলের বিভিন্ন প্রান্তে ফেলেও দিয়েছিল অভিযুক্ত। কিন্তু ২৪ নভেম্বর জোরদাগ গ্রামের কাছে একটি পথকুকুরকে মুখে করে মানুষের দেহাংশ নিয়ে আসতে দেখেন স্থানীয়রা। তারপরই ঘটনার তদন্তে নামে পুলিস। শেষে গ্রেফতার করা হয় অভিযুক্ত বছর পঁচিশের নরেশ ভেংরাকে। পুলিসি জেরায় নিজের অপরাধের কথা স্বীকার করে অভিযুক্ত।
ধৃতকে জেরা করে পুলিস জানতে পারে যে, নিহত যুবতীও ঝাড়খণ্ডেরই বাসিন্দা। বিগত কয়েক বছর ধরে ওই যুবতী তামিলনাডুতে নরেশ ভেংরার সঙ্গে লিভ-ইনে ছিলেন। কিন্তু কিছুদিন আগে ওই যুবক ঝাড়খণ্ডে ফিরে এসে তাঁকে না জানিয়েই অন্য এক মহিলাকে বিয়ে করে। এরপর আবার স্ত্রীকে ঝাড়খণ্ডে রেখেই ফের তামিলনাডুতে ফিরে যায়। এদিকে ওই যুবতীও অভিযুক্ত যুবককে বিয়ের জন্য চাপাচাপি করছিল। গ্রামের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য জোরাজুরি করছিল। শেষে ছক কষে তাঁকে খুনের পরিকল্পনা করে নরেশ।
ঝাড়খণ্ডে নিজের বাড়িতে নিয়ে যাওয়ার নাম করে অভিযুক্ত নরেশ ওই যুবতীকে জঙ্গলে নিয়ে যায়। তারপর সেখানেই তাঁকে ধর্ষণ করে। শেষে গলায় ওড়না পেঁচিয়ে যুবতীকে শ্বাসরোধ করে খুন করে। তারপর প্রমাণ লোপাটের উদ্দেশে ওই যুবতীর দেহ ৪০-৫০ টুকরো করে জঙ্গলে ফেলে দেয়। যাতে বন্যপ্রাণীরা সেগুলি খেয়ে নেয় আর কোনও প্রমাণ-ই না থাকে! পুলিস সূত্রে খবর, তামিলনাডুর একটি মুরগির মাংসের দোকানে কসাই হিসাবে কাজ করত অভিযুক্ত। তাই দেহ কাটার কৌশল তার জানা ছিল।
আরও পড়ুন, Bangalore: গার্লফ্রেন্ডকে খুনের পর সিগারেটের রিং ছাড়তে ছাড়তে ‘সহ-বাস’! মহানগরের হোটেলে হাড়হিম…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)