কলকাতা: একদিকে, যখন রয়্যাল বেঙ্গল-আতঙ্কে ভয়ে কাঁটা দক্ষিণ ২৪ পরগনার মৈপীঠ। ঠিক তখনই ঝাড়খণ্ডের বালিডি জঙ্গলসহ ১০ গ্রামে বাঘের আতঙ্ক। বালিডির জঙ্গলে মিলেছে বাঘের পায়ের ছাপ। বন দফতরের তরফে ঝাড়খণ্ড সীমানা সংলগ্ন এলাকায় লাল সতর্কতা জারি করা হয়েছে। ঝাড়খণ্ড সীমানা লাগোয়া বাঘমুণ্ডি ও বলরামপুর ব্লকের গ্রামের বাসিন্দাদের সতর্ক থাকতে নির্দেশ। ঝাড়গ্রাম ও পুরুলিয়ার ঝাড়খন্ড সীমানা এলাকায় বাড়ানো হয়েছে নজরদারি। তবে বাঘের অবস্থান এখনও জানা যায়নি। বাঘের অবস্থান বুঝতে জঙ্গলে লাগানো হয়েছে ট্র্যাপ ক্যামেরা। ঠিক এমনই এক পরিস্থিতিতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর।
এদিন মুখ্যমন্ত্রী বলেন, ‘ওড়িশা থেকে ফের বাঘ ঢুকেছে এ রাজ্যে। এবার ওরা রেসকিউ করে নিয়ে যাক, আমরা পারব না। ওড়িশা সরকারকে বলব, আপনাদের টিম নিয়ে এসে বাঘ উদ্ধার করে নিয়ে যান। এই তো পাঁচদিন ধরে কত কষ্ট করে ওখান থেকে পালিয়ে আসা বাঘিনী ধরলাম। আর অমনি ওরা ফেরত নিয়ে চলে গেল’, মন্তব্য মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন, সরকারি চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস নিয়ে এবার কড়া নির্দেশিকা ! যা বলল স্বাস্থ্য দফতর…
বিস্তারিত আসছে…
আরও দেখুন
+ There are no comments
Add yours