Tiger Fear: মৈপীঠে খাঁচাবন্দি বাঘ, ঝাড়গ্রামে মিলল বাঘের পায়ের ছাপ। মৈপীঠে ধরা পড়ল বাঘ। কিছুদিন আগেই একটি বাঘিনী পুরুলিয়া, বাঁকুড়া সহ কয়েকটি জেলায় হানা দিয়েছিল। তাকে ধরতে কালঘাম ছুটেছিল বন দফতরের।
‘বিষাক্ত’ স্যালাইনে গুরুতর অসুস্থ ৩ প্রসূতি, আনা হল কলকাতায়। গ্রিন করিডর করে ৩ প্রসূতিকে আনা হল কলকাতায়
‘বিষাক্ত’ স্যালাইনে গুরুতর অসুস্থ ৩ প্রসূতি, আনা হল কলকাতায়। গ্রিন করিডর করে ৩ প্রসূতিকে আনা হল কলকাতায়। মেদিনীপুর মেডিক্যাল থেকে ৩ প্রসূতিকে SSKM-এ আনা হয়েছে। এদের মধ্যে দুইজনকে ভেন্টিলেশন সাপোর্ট সিস্টেম রাখা হয়েছে !
শেষ অবধি পাওয়া খবরে, আজকে রাতে কোনও মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হবে না। প্রসূতিদের শারীরিক অবস্থা একইরকম রয়েছে। যাত্রাপথের মধ্যে তাঁদের শারীরিক অবস্থার অবনতি হয়নি। রাস্তায় মাঝপথে শুধু কোলাঘাটের কাছে কিছুক্ষণের জন্য অ্যাম্বুলেন্স থামাতে হয়েছিল।এক চিকিৎসক বলেন চিকিৎসক থামানোর জন্য। এক রোগীনির অবস্থা স্থিতিশীল করে আবার অ্যাম্বুলেন্স রওনা দেয়। এছাড়া আর যাত্রাপথের মধ্যে আর অ্যাম্বুলেন্স কোথাও দাড়ায়নি।