মাঠের মধ্যে বড় খড়ের গাদার মতো কী ওটা ? বুঝতেই শিহরণ নয়াগ্ৰামের কৃষকদের
<p><strong>অমিতাভ রথ, ঝাড়গ্রাম: </strong>রোজ দেয় ‘হানা’ ! পাহারায় ক্ষুব্ধ চাষীর দল, তবে আজ কেন এল না ? সরিষা খেতের মাঝে চিরঘুমের দেশে দাঁতাল।নয়াগ্ৰামে ফের হাতির মৃত্যুর ঘটনা ঘটল। </p>
<p>মঙ্গলবার নয়াগ্ৰাম ব্লকের মলম গ্রামে চাষিদের সরিষা জমিতে দেখা গেল একটি মৃত হাতি। জানা গিয়েছে, স্থানীয় চাষীরা এদিন মাঠে কাজ করতে এসে দেখেন মাঠের মধ্যে বড় খড়ের গাদার মতো কিছু। পাশে গিয়ে দেখা যায় একটি মৃত হাতি পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তবে পরে বন দফতরে খবর দিলে বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হাতি উদ্ধারের উদ্যোগ নিচ্ছেন। তবে এলাকায় হাতিমৃত্যু এবং নিয়মিত হাতির হানায় বন দফতরের বিরুদ্ধে ক্ষুব্ধ সাধারণ মানুষ। অভিযোগ নিয়মিত হাতির হানা হলেও কোনও পদক্ষেপ নেয়নি বন দফতর। </p>
<p>আরও পড়ুন, <a title="রাজ্যজুড়ে মোটা টাকার বিনিময়ে জাল বার্থ সার্টিফিকেট সরবরাহ ! তবে কি সরকারি ওয়েবসাইটও হ্যাক ?" href="https://bengali.abplive.com/district/purba-bardhaman/west-bengal-birth-certificate-scam-one-more-arrested-police-starts-investigation-1114275" target="_self">রাজ্যজুড়ে মোটা টাকার বিনিময়ে জাল বার্থ সার্টিফিকেট সরবরাহ ! তবে কি সরকারি ওয়েবসাইটও হ্যাক ?</a></p>
<p>বিস্তারিত আসছে..</p>
Source link