NOW READING:
ঝাড়গ্রাম মেডিক্যালের চিকিৎসকের রহস্যমৃত্যু, অব্যাহত থ্রেট কালচার?
November 8, 2024

ঝাড়গ্রাম মেডিক্যালের চিকিৎসকের রহস্যমৃত্যু, অব্যাহত থ্রেট কালচার?

ঝাড়গ্রাম মেডিক্যালের চিকিৎসকের রহস্যমৃত্যু, অব্যাহত থ্রেট কালচার?
Listen to this article


Jhargram News: ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজে চিকিৎসকের রহস্যমৃত্যু। অ্যানাস্থেসিয়া বিভাগের চিকিৎসক দীপ্র ভট্টাচার্যর মৃত্যু। স্ত্রীর উদ্দেশ্যে লেখা সুইসাইড নোট উদ্ধার। সুইসাইড নোটে সম্পর্কের টানাপোড়েনের উল্লেখ। মানসিক টানাপোড়েনের প্রসঙ্গ সুইসাইড নোটে। সুইসাইড নোটে উল্লেখ আর জি কর-কাণ্ডের প্রসঙ্গও। আর জি কর-কাণ্ডে হতাশ-ব্যথিত ছিলেন চিকিৎসক। সেই প্রসঙ্গের উল্লেখ চিকিৎসকের সুইসাইড নোটে। 

 

এবার অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়ের প্রশংসায় তৃণমূলের আরেক প্রবীণ সাংসদ কল্য়াণ বন্দ্য়োপাধ্য়ায়। তবে কুণাল ঘোষ, সৌগত রায়ের মতো এখনই অভিষেককে ভাবী মুখ্য়মন্ত্রী হিসেবে ভেবে নিতে নারাজ তিনি। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ বলেন, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের পর মুখ্য়মন্ত্রী কে হবেন, সেটা ঠিক করবে দল। তবে কল্য়াণের অভিষেক-স্তূতি  নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিরোধীরা।

তৃণমূলের সংগঠনে বড়সড় রদবদল? মমতা বন্দ্যোপাধ্যায়কে একগুচ্ছ সুপারিশ অভিষেকের। তৃণমূলের ১০-এর বেশি জেলা সভাপতিকে বদলের সুপারিশ। পুরসভা স্তরেও বিস্তর বদলের সুপারিশ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। আনুগত্য নয়, পারফরম্যান্সই শেষ কথা, বার্তা অভিষেকের। ‘বীরভূমে থাকা উচিত কোর কমিটির’, ব্যক্তিগত মতামত অভিষেকের’। সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল। 



Source link