NOW READING:
আর জি করকাণ্ডের আবহেই ঝাড়গ্রাম মেডিক্যালের ডাক্তারের রহস্যমৃত্যু
November 8, 2024

আর জি করকাণ্ডের আবহেই ঝাড়গ্রাম মেডিক্যালের ডাক্তারের রহস্যমৃত্যু

আর জি করকাণ্ডের আবহেই ঝাড়গ্রাম মেডিক্যালের ডাক্তারের রহস্যমৃত্যু
Listen to this article


কলকাতা: আর জি করকাণ্ডের আবহেই ঝাড়গ্রাম মেডিক্যালের ডাক্তারের রহস্যমৃত্যু। বেসরকারি লজে উদ্ধার অ্যানাস্থেশিষ্ট দীপ্র ভট্টাচার্যের দেহ। দেহের পাশে উদ্ধার সিরিঞ্জ, ওষুধ। মৃত্যুর আগে স্ত্রীকে পাঠানো মেসেজে মানসিক টানাপোড়েন, ডাক্তারদের গ্রুপে থ্রেট কালচারের উল্লেখ। স্বজনপোষণে বিশ্বাসীরা সন্দীপ ঘোষের থেকে কম নয়। মেসেজে উল্লেখ দীপ্রর।

আজ ঝাড়গ্রামের বেসরকারি লজ থেকে উদ্ধার হয় অ্যানাস্থেশিষ্ট দীপ্র ভট্টাচার্যের দেহ। লজে পেইং গেস্ট হিসেবে থাকতেন তিনি। সূত্রের পাওয়া খবর অনুযায়ী, তিনি মৃত্যুর আগের দিনই বাড়ি থেকে কর্মস্থলে ফিরেছিলেন। পরেরদিন তাঁর ওটি ছিল। কিন্তু সেই সময়ে চিকিৎসক উধাও হয়ে যাওয়ায় তাঁর খোঁজ পরে। এরপরেই বেসরকারি লজের দরজা ভেঙ্গে উদ্ধার করা হয় চিকিৎসকের দেহ। দেহের পাশে সিরিঞ্জ, ওষুধ পড়েছিল। যে অ্যানাস্থেসিয়ার ওষুধটি পাওয়া গিয়েছে, তার ওভারডোজের ফলেও মৃত্যু হওয়া সম্ভব বলে প্রাথমিক তদন্তে মনে করছেন চিকিৎসকেরা।

ইতিমধ্যেই ঝাড়গ্রামে ডাক্তারের মৃত্যুরহস্যে নতুন মোড় পাওয়া গিয়েছে। একদিকে স্ত্রীকে পাঠানো মেসেজ, অন্যদিকে ডাক্তারদের গ্রুপে পাঠানো মেসেজ, দুই মেসেজের বয়ান ঘিরে বাড়ছে রহস্য। স্ত্রীর উদ্দেশে লেখা সুইসাইড নোটে মানসিক টানাপোড়েনের উল্লেখ রয়েছে। মেসেজে রয়েছে আর জি কর কাণ্ডের প্রসঙ্গেরও উল্লেখ। অন্যদিকে, মৃত্যুর আগে ডাক্তারদের গ্রুপেও একটি মেসেজ করেন দীপ্র ভট্টাচার্য। সেখানে তিনি লিখেছিলেন,  ‘থ্রেট কালচারের সমর্থনকারী অধ্যাপকদের লজ্জা হওয়া উচিত। যারা চাকরি বাঁচাতে দুর্নীতিকে সমর্থন করছেন, তাঁদের লজ্জা পাওয়া উচিত’, ডাক্তারদের গ্রুপে পাঠানো মেসেজে এমনটাই উল্লেখ উল্লেখ দীপ্র ভট্টাচার্যর।

দীপ্র আরও লিখেছিলেন, ‘এখনও যারা ডাক্তারি পড়ুয়াদের থ্রেট দিচ্ছেন, তাদের লজ্জিত হওয়া উচিত। যারা ভয় দেখায়, স্বজনপোষণে বিশ্বাসী ও তৈলমর্দন করে, তারা সন্দীপ ঘোষের থেকে কম নয়। আমার আত্মা তাদেরকে তাড়া করে বেড়াবে’। অন্যদিকে স্ত্রীয়ের পাঠানো বার্তায় স্ত্রীকে কোনোভাবেই দায়ী করেননি দীপ্র। বরং সেখানেও উঠে এসেছে মানসিক টানাপোড়েনের কথা। একাধিক বার নাকি তিনি স্ত্রীকে অনেকবার চেষ্টা করেও ভাল না বাসতে পারার কথা, অনেক কথা না বলার কথা এই সমস্ত উল্লেখ রয়েছে। সঙ্গে রয়েছে আরজি কর কাণ্ডের উল্লেখ আর স্ত্রীকে না ভাল বাসতে পারার কথা। 

আরও পড়ুন: Disha Patani: সুযোগ পেলেই খেয়ে ফেলেন মিষ্টি, তবে সারাদিনে কোন ডায়েটে এত ফিট দিশা পাটানি?

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

আরও দেখুন



Source link