# Tags
#Blog

জেমাইমার প্রথম সেঞ্চুরিতে ভারতের ইতিহাস, আয়ার্ল্যান্ডকে দুরমুশ করে সিরিজ় জয় স্মৃতি, দীপ্তিদের

জেমাইমার প্রথম সেঞ্চুরিতে ভারতের ইতিহাস, আয়ার্ল্যান্ডকে দুরমুশ করে সিরিজ় জয় স্মৃতি, দীপ্তিদের
Listen to this article


রাজকোট: ১২ জানুয়ারি দিনটা ভারতীয় মহিলা ক্রিকেটের ইতিহাসে অবিস্মরণীয় হয়ে থাকবে। আয়ার্ল্যান্ড বনাম ভারতের দ্বিতীয় ওয়ান ডে ম্যাচে (IND vs IRE) সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়শনের স্টেডিয়ামে তৈরি হল ইতিহাস। ম্যাচে ১১৬ রানের বিরাট ব্যবধানে জয়ও পেল ভারত। 

এদিন টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ভারতীয় অধিনায়ক স্মৃতি মান্ধানা। তারপর ভারতীয় ব্যাটাররা পরবর্তী ৫০ ওভার আইরিশ বোলাদের কার্যত শাসন করলেন। জেমাইমা রডরিগেজ় (Jemimah Rodrigues) নিজের কেরিয়ারের প্রথম ওয়ান ডে সেঞ্চুরি হাঁকালেন। ভারতীয় মহিলাদের সিনিয়র ক্রিকেট দলও এদিন ইতিহাস গড়ল।

আয়ার্ল্যান্ডের বিরুদ্ধে ৫০ ওভারে পাঁচ উইকেটের বিনিময়ে ৩৭০ রান তোলে ভারতীয় দল। এটাই আন্তর্জাতিক ওয়ান ডেতে ভারতীয় মহিলা দলের সর্বোচ্চ স্কোরও বটে। জবাবে কোল্টার রেইলির ৮০ রানের ইনিংসে ভারতীয় দল খানিকটা সময়ে একটু চিন্তিত হয়েছিল বটে, তবে সত্য়ি বলতে সেটা অত্যন্তই অল্প সময়ের জন্য। বিরাট স্কোর তাড়া করতে নেমে আইরিশরা শেষমেশ কাঙ্খিত লক্ষ্যের থেকে অনেকটাই আগে থামল। ৫০ ওভারে সাত উইকেটের বিনিময়ে ২৫৪ রান করে আয়ার্ল্যান্ড। 

এদিন নিজের শততম ওয়ান ডে খেলতে নামা দীপ্তি শর্মাও (Deepti Sharma) নজর কাড়লেন। বল হাতে ৩৭ রানের বিনিময়ে তিন উইকেট নিয়ে তিনিই এ ম্যাচে ভারতের সেরা বোলার। তবে ৯১ বলে ১০২ রান খেলার জন্য এদিন জেমাইমাকেই ম্যাচ সেরা নির্বাচিত করা হয়। তিনিই হরমনপ্রীত কৌর বাদে প্রথম ভারতীয় মহিলা হিসাবে চার বা তার নীচে ব্যাটে নেমে ভারতের হয়ে সেঞ্চুরি হাঁকালেন। তিন ম্যাচের সিরিজ়ে প্রথম দুই ম্যাচ জিতে কিন্তু এদিনই ভারতীয় দল সিরিজ়ও নিজেদের পকেটে পুরে নিল। 

 

 

এদিন ম্যাচে একগুচ্ছ রেকর্ডও তৈরি করলেন ভারতীয় ব্যাটাররা। ভারতীয় দল এদিন ৭.৪০ গড়ে নিজেদের ইনিংসে রান তোলে। ভারতীয় মহিলা দলের ইতিহাসে এটাই সর্বোচ্চ রান রেট। এদিন স্মৃতি ও প্রতীকা ওপেনিংয়ে ১৫৬ রান যোগ করেন। তাঁরা ৮.২৬ রান প্রতি ওভারে ইনিংস গড়েন। ভারতীয় মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে শতাধিক বল খেলা কোনও পার্টনার এত দ্রুত গতিতে এর আগে রান তোলেনি। পরবর্তীতে হরলীন দেওল এবং জেমাইমা চতুর্থ উইকেটে ১৮৩ রান যোগ করেন। এই প্রথমবার এক ওয়ান ডেতে জোড়া ১৫০ রানের পার্টনারশিপ গড়ল ওমেন ইন ব্লু। জেমাইমার সেঞ্চুুরি বাদে বাকি তিন ব্যাটারই অর্ধশতরান হাঁকান। 

আরও পড়ুন: ১৬ বছরের বর্ণময় কেরিয়ারে অধরা, চ্যাম্পিয়ন্স ট্রফিতে এমনই এক কীর্তি গড়ার লক্ষ্যে নামবেন কোহলি 

আরও দেখুন





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal