ABP Ananda LIVE: ‘শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)সব জানেন। সিবিআইয়েরও(CBI) দরকার নেই, রাজ্যপুলিশ, কলকাতা পুলিশ তাদেরও দরকার নেই, উনিই তো সব বলে দিচ্ছেন। শুভেন্দবাবু আপনি যখন সব জানেন তাহলে দোষী কে বলে তাকে ফাঁসির ব্যবস্থা করুন। আমরা তো চেয়েছি, যে দোষী তাকে ফাঁসি দিতে হবে। হয় আপনি বিরোধী দলনেতা হিসেবে রাজনৈতিক বক্তব্য রাখুন আর নাহয় এইসব ছেড়ে দিয়ে আপনি সিবিআই বা গোয়েন্দা পেশায় যোগ দিন। এইরকম হাওয়া গরম করা কথা বাংলার মানুষ চায় না’, মন্তব্য জয়প্রকাশ মজুমদার(Jayprakash Majumdar)।
আর জি কর কাণ্ডে তৃণমূল নেতা কুণাল ঘোষের ইঙ্গিতপূর্ণ পোস্ট। মমতা বন্দ্যোপাধ্যায়-অভিষেকের ছবি দিয়ে পোস্ট কুণাল ঘোষের। দোষীদের ফাঁসির দাবি জানানোর পাশাপাশি বিরোধীদের চক্রান্তের প্রসঙ্গ পোস্টে। এসব রুখতে লড়াইতে সেনাপতি অভিষেককেও সক্রিয়ভাবে সামনে চাই, পোস্ট কুণালের। ‘আমাদেরও কিছু ভুল শুধরে সঠিক পদক্ষেপে সব চক্রান্ত ভাঙতেই হবে’ কুণাল ঘোষের পোস্টে রাজনৈতিক মহলে জল্পনা। আরও খবর, RG কর মেডিক্যাল কলেজে মহিলা চিকিৎসককে ধর্ষণ-খুনের ঘটনায় CBI-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। গতকাল সন্দীপকে নাটকীয়ভাবে মাঝরাস্তা থেকে CGO কমপ্লেক্সে নিয়ে আসেন কেন্দ্রীয় গোয়েন্দারা। চলে দীর্ঘ জিজ্ঞাসাবাদ। আর জি করের নারকীয় ঘটনায় (RG Kar Incident)দোষীদের ফাঁসির দাবি জানিয়ে, আজ পথে নামলেন মমতা বন্দ্য়োপাধ্য়ায় (Mamata Banerjee)। মৌলালি (Moulalai)থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করে, ফের ভাঙচুরের জন্য় বাম-রামকে দায়ী করেছেন মুখ্য়মন্ত্রী। বললেন, ‘আর জি কর মেডিক্যালে ভাঙচুর করেছে সিপিএম-বিজেপি। প্রমাণ লোপাটের চেষ্টা করতে ঢুকেছিলেন, ভুল করে গিয়েছিলেন সেকেন্ড ফ্লোরে।