WATCH | Jasprit Bumrah Retirement: ‘বরং অবসরই…’ আইপিএলের আগে চরম সিদ্ধান্ত, কেরিয়ারের মধ্যগগনেই সন্ন্যাস বুমরার!

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বছর ঘুরতে না ঘুরতেই ফের রোহিত শর্মার (Rohit Sharma) ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ! গতবছর জুনে ভারত জিতেছিল টি-২০ বিশ্বকাপ (T20 World Cup 2024)। তার আট মাসের ভিতর এই নিয়ে দ্বিতীয়বার ভারতের মুকুটে আরেক আইসিসি-র ট্রফি। নিউ জ়িল্যান্ডকে হারিয়ে এক যুগ পর চ্যাম্পিয়ন্স ট্রফি জিতল (ICC Champions Trophy 2025) ভারত। ভারত এই টুর্নামেন্ট শুরুর আগেই বড় ধাক্কা খেয়েছিল। জানা গিয়েছিল চোটের কারণে খেলতে পারবেন না দলের এর নম্বর পেসার- জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। কিন্তু বুমরার অনুপস্থিতিতে মহম্মদ শামি (Mohammed Shami) -হার্দিক পাণ্ডিয়ারা (Hardik Pandya) আরামসে বৈতরণী পার করিয়ে দিয়েছেন।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখতে ফলো করুন Google News

আগামী ২২ মার্চ থেকে শুরু আইপিএল। সব ঠিক থাকলে বুমরাকে দেখা যাবে মুম্বই ইন্ডিয়ান্সের জার্সিতে, তবে শুরুতেই নয়! প্রথম দুই সপ্তাহ তাঁকে না পাওয়ার সম্ভাবনাই বেশি। পিঠের চোটের কারণে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) রিহ্যাব করছেন জাতীয় দলের মহানক্ষত্র। আইপিএলের আগেই টিম ইন্ডিয়ার প্রধান স্পনসর ‘ড্রিম ইলেভেন’ একটি দুর্দান্ত প্রমো রিলিজ করেছে। সেই প্রমোর গল্প বলছে যে, পাঁচতারা হোটেলের এক পার্টিতে বলিউডের আমির খান, রণবীর কাপুর, জ্যাকি শ্রফ ও আরবাজ খানদের সঙ্গে দেখা হয়ে যায় রোহিত শর্মা, ঋষভ পন্থ, হার্দিক, বুমরা ও আর অশ্বিনদের। এরপর বলি তারকাদের একটি বিষয় নিয়ে বিবাদ বাঁধে, চরমে কাজিয়া শুরু হয় রণবীর-আমিরের। এসে থামান রোহিত। আর সব দেখে বুমরা বলে বসেন, ‘এর চেয়ে বরং আমি অবসরই নিয়ে ফেলি।’বাইশ গজের সঙ্গে বিনোদনের দুরন্ত ককটেল উপভোগ করেছেন ভারতীয় ক্রিকেট অনুরাগীরা। ভিডিয়ো লিংক দেওয়া হল প্রতিবেদনের সঙ্গেই। 

চ্যাম্পিয়ন্স ট্রফিতে এর আগে বুমরাকে দেখা গিয়েছিল। ভারত-পাকিস্তান ম্যাচের আগে রোহিতদের সঙ্গে খোশমেজাজে বেশ কিছুক্ষণ গল্পও করেন। বুমরা একই দিনে রথ দেখা ও কলা বেচা সেরেছিলেন। হেভিওয়েট ডুয়েলে খেলতে না পারলেও, ভিআইপি বক্স থেকে তিনি টিমের হয়ে যেমন সমর্থন করেছিলেন, তেমনই গতবছরে আইসিসি-র চার পুরস্কারও তিনি নিয়েছিলেন আইসিসি-র চেয়ারম্যান জয় শাহের থেকে। বুমরা গতবছর আইসিসির বর্ষসেরা পুরুষ ক্রিকেটার, আইসিসির বর্ষসেরা পুরুষ টেস্ট ক্রিকেটার হয়েছিলেন। পাশাপাশি তিনি আইসিসির বর্ষসেরা পুরুষ টেস্ট দল ও টি-টোয়েন্টি দলেও জায়গা করে নিয়েছে। পদক ও স্মারক টুপি পেয়েছেন বুমরা।

 

         আরও পড়ুন: রোহিতরা কেন পরেছিলেন দুধ সাদা ব্লেজার? বিশদে জানুন নেপথ্যের কারণ থেকে তাত্‍পর্য…

          আরও পড়ুন: চ্যাম্পিয়ন্স ট্রফিতে রানের পাহাড়ে রাচিন, তাঁর বান্ধবী কে? ভোগ ম্যাগাজিনে যাঁর…

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours