WATCH | Jasprit Bumrah | Coldplay’s Mumbai Concert: ‘বন্ধ করতে বলেছিলেন অনুষ্ঠান’! লিড সিঙ্গারের বিরাট চমক, ক্লোডপ্লে’র কনসার্টে বুমরা…

Estimated read time 1 min read
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: নয়ের দশকে জন্মানো জনপ্রিয় ব্রিটিশ রক ব্যান্ড কোল্ডপ্লে এই মুহুর্তে সুরেলা সফরে ভারতে। মুম্বই ও আহমেদাবাদ, এই দুই শহরকে কোল্ডপ্লে বেছে নিয়েছে ‘মিউজিক অফ দ্য স্ফেয়ার্স ওয়ার্ল্ড ট্যুরের (Coldplay: Music of the Spheres World Tour, MOTSWT) জন্য। মুম্বইয়ের ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে ১৮ ও ১৯ জানুয়ারি দু’দফায় চার ঘণ্টার কনসার্ট করেছে কোল্ডপ্লে। ২১ জানুয়ারি শেষ হবে মুম্বই চ্যাপ্টার। এরপর আগামী ২৫ জানুয়ারি আহমেদাবাদের প্রধানমন্ত্রীর নামাঙ্কিত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত সফরের শেষ শো। এরপর লন্ডনের ব্যান্ড উড়ে যাবে হংকং। আর মুম্বইয়ের দুই শো-তেই না থেকেও ছিলেন বিশ্বের সেরা জোরে বোলারদেরই একজন, তিনি জাতীয় দলের মহানক্ষত্র- জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)!  

আরও পড়ুন: ১০ বছর পর রঞ্জিতে রোহিত! রাহানের নেতৃত্বে দল ঘোষণা মুম্বইয়ের, রয়েছেন একাধিক স্টার

ক্লোডপ্লে’র লিড সিঙ্গার ক্রিস মার্টিন ১৮ ও ১৯ জানুয়ারির শো থামিয়েছেন শুধুমাত্র বুমরা বন্দনায়! শনিবার ক্রিস বলেছিলেন যে, ব্যাকস্টেজে বুমরা রয়েছেন, তিনি নাকি ক্রিসকে শো থামাতে বলেছেন। কারণ বুমরা বল করতে চান ক্রিসকে। যদিও পরে ক্রিস মিথ্যা বলায় ক্ষমা চেয়ে নেন। গত রবিবার ফের বুমরার প্রসঙ্গ টেনে তিনি শো থামান। আর সবটাই করেছেন বুমরাকে শ্রদ্ধা জানাতে। ক্রিস বলেন, ‘এটা খুবই গুরুতর। গতকাল আমাদের শোয়ে আমরা বলেছিলাম যে, জসপ্রীত বুমরা আমাদের অনুষ্ঠানটি বন্ধ করতে বলেছিলেন। কারণ তিনি মঞ্চের পিছনে ছিলেন এবং আমাকে বোলিং করতে চেয়েছিলেন। এটি সত্য ছিল না। এটি মিথ্যা ছিল। আমি খুবই দুঃখিত। তবে আজ বুমরা আমাদের একটি গুরুতর বার্তা পাঠিয়েছেন। তিনি বলেছেন, শোনো, আমি তোমাদের শোয়ে আমার সম্পর্কে কথা বলার অনুমতি দিইনি। আমি বিশ্বের শ্রেষ্ঠ বোলার। বিশ্বের এক নম্বর জসপ্রীতের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসায় আমরা একটি ক্লিপ দেখাচ্ছি। যেখানে ইংল্যান্ডকে ভারত ধ্বংস করছে।’ এরপর কোল্ডপ্লে জায়ান্ট স্ক্রিনে দেখিয়েছে, গতবছর ওলি পোপকে ট্রো-ক্রাশিং ইয়র্কারে বুমরার ক্লিন বোল্ড করে দেওয়া। বুমরাও কিন্তু এহেন শ্রদ্ধায় অভিভূত হয়েছেন। তিনি তাঁর ইনস্টাগ্রামে এই ভিডিয়ো শেয়ার করে লিখেছেন, ‘এই ভিডিয়ো আমার মুখে হাসি এনে দিয়েছে। আমি যা বুঝলাম মুম্বইয়ের কোল্ডপ্লে কনসার্টে অসাধারণ পরিবেশ ছিল। এবং আরও বিশেষ হয়ে গেল আমার নামের উল্লেখে।’

বর্ডার-গাভাসকর ট্রফিতে শেষ তথা পঞ্চম টেস্টে বুমরা চোট পেয়েছিলেন। সিডনি টেস্টের মাঝেই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। যদিও বিসিসিআইয়ের মেডিক্য়াল টিম এখনও বুমরার চোটের বিষয়ে কোনও আপডেট দেয়নি। তবে জানা গিয়েছে যে বুমরার পিঠে ফোলা ভাব রয়েছে, যে কারণে তাকে এনসিএ-তে রিপোর্ট করতে বলা হয়েছে। বুমরার চোট এবং তাঁর সেরে ওঠার সময়কাল নিয়ে অনিশ্চয়তা থাকা সত্ত্বেও, নির্বাচকরা তাঁকে বুমরাকে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলে নিয়েছে।

 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 





Source link

JagoronBarta http://www.jagoronbarta.com

জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।

You May Also Like

More From Author

+ There are no comments

Add yours