ব্রিসবেন: ভারতের বিরুদ্ধে তৃতীয় টেস্টের (IND vs AUS 3rd Test) দ্বিতীয় দিনশেষে চারশো পার করে ফেলল অস্ট্রেলিয়া। শেষ হল দ্বিতীয় দিনের খেলা। গোটা সাত উইকেটের বিনিময়ে ৩৭৭ রান তুলল অজ়িরা। দিনশেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪০৫/৭। ক্যারি ৪৫ ও মিচেল স্টার্ক সাত রানে অপরাজিত থেকেই মাঠ ছাড়লেন। অস্ট্রেলিয়ার দিনে ভারতীয় দলের সমর্থকদের জন্য একমাত্র আনন্দের কারণ যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। তারকা ফাস্ট বোলার পাঁচ পাঁচটি উইকেট নিলেন। তবে ট্র্যাভিস হেড (Travis Head) ও স্টিভ স্মিথ (Steve Smith) যে ম্যাচের রাশ অজ়িদের হাতেই তুলে দিয়েছেন, তা বলাই বাহুল্য।
আরও দেখুন