NOW READING:
বাংলাদেশের বিপক্ষে আগুন ঝরাচ্ছেন শামিরা, NCA-তে ফিট হওয়ার লড়াই চালাচ্ছেন বুমরা
February 20, 2025

বাংলাদেশের বিপক্ষে আগুন ঝরাচ্ছেন শামিরা, NCA-তে ফিট হওয়ার লড়াই চালাচ্ছেন বুমরা

বাংলাদেশের বিপক্ষে আগুন ঝরাচ্ছেন শামিরা, NCA-তে ফিট হওয়ার লড়াই চালাচ্ছেন বুমরা
Listen to this article


নয়াদিল্লি: আজই বাংলাদেশের বিরুদ্ধে নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রফির অভিযান শুরু করেছে ভারতীয় দল। ওপার বাংলার দলের বিরুদ্ধে নতুন বল হাতে মহম্মদ শামি, হর্ষিত রানারা আগুনে বোলিং করেছেন। ৩৫ রানেই পাঁচ উইকেট হারিয়ে ফেলেছিল বাংলাদেশ। তবে এই সবের থেকে অনেকটাই দূরে নীরবে দলে ফেরার লড়াই চালাচ্ছেন আরেক তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরা।     

মতান্তরে টিম ইন্ডিয়ার সেরা বোলিং অস্ত্র বুমরা। চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁকে খেলানোর জন্য একেবারে শেষবেলা পর্যন্ত অপেক্ষা করেছিল টিম ইন্ডিয়ার ম্যানেজমেন্ট। তবে ভাগ্য সহায় হয়নি। পিঠের চোটের কারণে গোটা টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন বুমরা। তবে তাঁর স্ত্রী সঞ্জনা গণেশন দুবাইয়ে রয়েছেন। তিনি তারকা বোলারের স্ত্রী হওয়ার পাশাপাশি একজন সঞ্চালকও বটে। চ্যাম্পিয়ন্স ট্রফির ব্রডকাস্ট দলের সদস্য তিনি। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ শুরুর আগে মেহেদি হাসান মিরাজের সাক্ষাৎকার নেওয়ার সময়ই সঞ্জনা বুমরার বিষয়ে বড় আপডেট দেন।

সঞ্জনাকে মিরাজ প্রশ্ন করেন বুমরা কেমন আছেন। সেই প্রশ্নেরই জবাবে সঞ্জনা জানান, ‘ও ঠিক আছে এবং জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে অনুশীলন সারছে।’ বুমরা বর্ডার-গাওস্কর ট্রফিতে পঞ্চম টেস্টের সময় বুমরার পিঠে চোট লেগেছিল। তারপক থেকে তিনি মাঠের বাইরেই রয়েছেন। চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেও বুমরা এনসিএ-তে ছিলেন। তাঁর ফিটনেসের কড়া পরীক্ষাও হয়। তবে খবর অনুযায়ী তাঁকে ফিট সার্টিফিকেট দিলেও তিনি ম্যাচ ফিট ছিলেন না। তাই জন্যই বাধ্য হয়ে ভারতীয় দল তাঁকে ছাড়াই দুবাইয়ে গিয়েছে।

পিটিআইয়ের তরফে একটি রিপোর্ট পাবলিশ করা হয় যেখানে দাবি করা হয় বুমরাকে ফিট সার্টিফিকেট দিয়ে দিয়েছে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি। বুমরা কোমরের চোট সারাতে বেশ কয়েকদিন ধরেই এনসিএ-তে নিজের পুনর্বাসন সারছিলেন। সেখানকার মেডিক্যাল দল বুমরাকে ফিট সার্টিফিকেট দিলেও, শেষ সিদ্ধান্ত নির্বাচকদের ওপরেই ছেড়ে দেন ডাক্তাররা। তাহলে কেন বাদ পড়লেন বুমরা? কী সমস্যা হল?

এনসিএ-র তরফে কোনও ক্রিকেটারকে ফিট সার্টিফিকেট দেওয়া হয় দুইটি স্তরের ভিত্তিতে। বুমরা স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ রজনীকান্ত ও ফিজিও তুলসীর তত্ত্বাবধানে নিজের রিহ্যাব সম্পূর্ণ করেন বলে উক্ত রিপোর্টেই দাবি করা হয়েছে। তিনি মেডিক্যালি তো ফিট তবে সন্দেহ রয়েছে তাঁর ম্যাচ ফিটনেসকে ঘিরে। তাই শেষ সিদ্ধান্তটা সম্পূর্ণভাবেই নির্বাচকদের ওপর ছেড়ে দেওয়া হয়। নির্বাচকরাই তাঁকে বাদ দেন।

   

আরও পড়ুন: ইয়ং, ল্যাথামের শতরান, ফিলিপ্সের ঝোড়ো ইনিংস, আয়োজক পাকিস্তানকে হারিয়ে কিউয়িদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু 

আরও দেখুন



Source link