0
0
Listen to this article
Read Time:1 Minute, 11 Second
চেন্নাই: বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বোলার কে? প্রশ্নটি করা হলে অনেকের জবাবই হবে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বলের রং, জার্সির রং বদল হলেও, বুমরার দক্ষতা সবসময়ই সমান থাকে। সীমিত ওভারের ক্রিকেটে তাঁর নিখুঁত ইয়র্কার প্রতিপক্ষের উইকেট ভাঙে, টেস্টে তাঁর আউটস্যুইং আবার প্রতিপক্ষকে বিপাকে ফেলে। সেই বুমরাই এবার দুরন্ত কৃতিত্ব গড়লেন। চেন্নাইয়ে হাসুন মামুদকে আউট করেই নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ৪০০তম উইকেটটি নিয়ে নিলেন বুমরা।
মাত্র ষষ্ঠ ভারতীয় হিসাবে ৪০০ উইকেটের এই মাইলফলক পার করলেন তারকা ভারতীয় ফাস্ট বোলার। ইতিমধ্যেই ৩০ বছর বয়সি ফাস্ট বোলার টেস্টে ১৬২টি, ওয়ান ডেতে ১৪৯টি এবং টি-টোয়েন্টিতে ৮৯টি উইকেট নিয়েছেন।
আরও দেখুন
About Post Author
JagoronBarta
জাগরণ বার্তা হল একটি অগ্রণী অনলাইন সংবাদ পোর্টাল যা পশ্চিমবঙ্গের মানুষের কাছে নিরপেক্ষ, সঠিক এবং সময়োপযোগী সংবাদ পৌঁছে দেওয়ার জন্য নিবেদিত। আমরা এমন একটি প্ল্যাটফর্ম সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ যা বাংলার প্রকৃত কণ্ঠস্বরকে প্রতিফলিত করে এবং স্বাধীন সাংবাদিকতার গুরুত্বকে তুলে ধরে।
Post Views: 28