NOW READING:
বুম বুমের ৪০০! ষষ্ঠ ভারতীয় ফাস্ট বোলার হিসাবে বিশেষ কীর্তি যশপ্রীত বুমরার
September 20, 2024

বুম বুমের ৪০০! ষষ্ঠ ভারতীয় ফাস্ট বোলার হিসাবে বিশেষ কীর্তি যশপ্রীত বুমরার

বুম বুমের ৪০০! ষষ্ঠ ভারতীয় ফাস্ট বোলার হিসাবে বিশেষ কীর্তি যশপ্রীত বুমরার
Listen to this article


চেন্নাই: বর্তমান বিশ্বের সেরা ফাস্ট বোলার কে? প্রশ্নটি করা হলে অনেকের জবাবই হবে যশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। বলের রং, জার্সির রং বদল হলেও, বুমরার দক্ষতা সবসময়ই সমান থাকে। সীমিত ওভারের ক্রিকেটে তাঁর নিখুঁত ইয়র্কার প্রতিপক্ষের উইকেট ভাঙে, টেস্টে তাঁর আউটস্যুইং আবার প্রতিপক্ষকে বিপাকে ফেলে। সেই বুমরাই এবার দুরন্ত কৃতিত্ব গড়লেন। চেন্নাইয়ে হাসুন মামুদকে আউট করেই নিজের আন্তর্জাতিক কেরিয়ারের ৪০০তম উইকেটটি নিয়ে নিলেন বুমরা।

মাত্র ষষ্ঠ ভারতীয় হিসাবে ৪০০ উইকেটের এই মাইলফলক পার করলেন তারকা ভারতীয় ফাস্ট বোলার। ইতিমধ্যেই ৩০ বছর বয়সি ফাস্ট বোলার টেস্টে ১৬২টি, ওয়ান ডেতে ১৪৯টি এবং টি-টোয়েন্টিতে ৮৯টি উইকেট নিয়েছেন।

আরও দেখুন



Source link