NOW READING:
Viral News: ‘স্বপ্নাদেশ’ পেয়ে জাপান থেকে সটান পাঞ্জাবে এলেন জাপানি তরুণী! এসে কী করলেন জানেন…
November 6, 2024

Viral News: ‘স্বপ্নাদেশ’ পেয়ে জাপান থেকে সটান পাঞ্জাবে এলেন জাপানি তরুণী! এসে কী করলেন জানেন…

Viral News: ‘স্বপ্নাদেশ’ পেয়ে জাপান থেকে সটান পাঞ্জাবে এলেন জাপানি তরুণী! এসে কী করলেন জানেন…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: অনেকেই অনেক রকম ‘স্বপ্নাদেশ’ পেয়ে থাকেন। সেই আদেশ পূরণ করতে ছুটে যান এপ্রান্ত থেকে অপ্রান্ত। কিন্তু কখনও ভেবেছেন ঠিক কী এমন স্বপ্নাদেশ পেলে, জাপানের এক তরুণী সটান পৌঁছে যেতে পারে ভারতের পাঞ্জাবে। অদ্ভুত কাণ্ড! দুই দেশের দূরত্ব প্রায় ৫ হাজার ৭৪৩ কিলোমিটার। এত দূরত্ব থাকা সত্ত্বেও ভারতে চলে এলেন জাপানি তরুণী। কী এমন স্বপ্নাদেশ? তরুণী স্বপ্ন দেখেছিলেন পাঞ্জাবি মুখরোচক খাবারের। 

আরও পড়ুন: Meerut: একরত্তিকে গাড়িতে ভুলেই ৪ ঘণ্টা পার্টিতে! ফিরে এসে দেখলেন নিথর…

লোভ সামলাতে না পেরে সটান পাঞ্জাবে চলে গেলেন তরুণী! তরুণীর নাম মায়ো। বর্তমানে তিনি রয়েছেন ভারতেই। এবং তাই শুধু না  মায়ো অনায়াসে বলতে পারেন হিন্দি তাই আরও জনপ্রিয় তিনি। সেই জনপ্রিয় মায়োকে দেখা গেল পাঞ্জাবি খানার স্বাদ নিতে। এবার তাঁর সেই ভিডিয়ো ভাইরাল হল। সেখানেই দেখা গিয়েছে, অমৃতসরে পৌঁছে আলুর পরোটা, বাটার কুলচা থেকে শুরু করে আলু টিক্কি, ভেল্পুরি এছাড়াও রকমারি চাটের রসাস্বাদন করতে দেখা যায়। 

আরও পড়ুন: RG Kar Case| Supreme Court: সময় বদলেও হল না! সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি…

ভিডিয়োয় মায়ো জানিয়েছেন, ‘বছরখানেক আগে আমি পাঞ্জাবে এসেছিলাম। তখন আমি যে সমস্ত খাবার খেয়েছিলাম সেই সব আমার স্বপ্নে আসত। তাই আর দেড়ি না করে ফের চলে এলাম পাঞ্জাবে।’ ইতিমধ্যেই সেই ভিডিয়োটি বহু বার দেখা হয়েছে। লাইকও করেছেন হাজার হাজার মানুষ। যদিও এই স্বপ্নের বিষয়টি যে নিছকই মজা তা-ও বুঝিয়ে দিয়েছেন তিনি।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link