নয়াদিল্লি: পুলওয়ামাকাণ্ডের পর জঙ্গিদের বড় শিক্ষা দিয়েছিল ভারতীয় সেনা, এবারও কি তারা কঠোর পদক্ষেপ নেবে? কাশ্মীরের বুকে ভয়ঙ্কর জঙ্গি হামলা। এলোপাথাড়ি গুলিতে মৃত্য়ু হয়েছে ২৬ জনের। যার মধ্য়ে রয়েছেন এক কলকাতার বাসিন্দাও। পুলওয়ামাকাণ্ডের পর কাশ্মীরে এটাই সবথেকে বড় জঙ্গি হামলা। অনেকে বলছেন, উরি এবং পুলওয়ামাকাণ্ডের পর জঙ্গিদের বড় শিক্ষা দিয়েছিল ভারতীয় সেনা এবং বায়ুসেনা। এবারও কি তারা কঠোর পদক্ষেপ নেবে? ‘হামলাকারীদের কঠোর শিক্ষা দেব’, জানিয়েছেন অমিত শাহ।
আরও পড়ুন, ‘আমাদেরও মেরে ফেলো..’, কাশ্মীরে স্বামীকে হারিয়ে জঙ্গিকে বলেন পল্লবী ; ‘মোদিকে গিয়ে জানা’, পাল্টা বলে জঙ্গি !
ফের কাশ্মীরে জঙ্গি হামলা। ফের নৃশংস হত্যাকাণ্ড। কাশ্মীরি সংসকৃতি অনুযায়ী, অতিথিকে ঈশ্বরের চোখে দেখা হয়। এটাই কাশ্মীরিয়ৎ!কিন্তু কাশ্মীরে আসা সেই অতিথিদেরই গুলিতে ঝাঁঝরা করে দিল পাক জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার শাখা সংগঠন। নির্বিচারে গুলি চালিয়ে হত্য়া করা হল নিরীহ মানুষদের।এই হাড় হিম করা ঘটনার পরই কুণাল ঘোষ সোশাল মিডিয়ায় লিখেছেন কাশ্মীরের পহেলগাঁওতে পর্যটক ও অমরনাথযাত্রীদের উপর জঙ্গিদের গুলির তীব্র নিন্দা করছি। এই ঘটনা দেশের সীমান্ত নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থার চূড়ান্ত ব্যর্থতা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। জঙ্গি হামলার ঘটনাক্রম এবং পিছনে ভয়ঙ্কর কোনো প্লট আছে কিনা, যথাযথ তদন্ত চাই। ঘটনাস্থলের কোনো তথ্য যেন গোপন করা না হয়।
অন্য়দিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, হামলাকারীদের কঠোর শিক্ষা দেব। পহেলগাঁওয়ের এই ঘটনা ২০১৯ সালে পুলওয়ামার পর, ভূস্বর্গের বুকে সবথেকে বড় জঙ্গি হামলা। এই ভয়াবহ ঘটনার রেশ ধরেই ফিরে এসেছে উরি, পুলওয়ামার স্মৃতি। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি, পুলওয়ামায় CRPF জওয়ানদের বাসে হামলা চালায় জঙ্গিরা। প্রাণ হারান ৪০ জন জওয়ান। এরপরই ২৬ ফেব্রুয়ারি, বালাকোটে এয়ার স্ট্রাইক চালায় ভারতীয় বায়ুসেনা। ধ্বংস করে দেওয়া হয় পুলওয়ামায় হামলাকারী জইশ-ই-মহম্মদের কন্ট্রোল রুম, আলফা থ্রি।
এর আগে ২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর ভোরের আলো ফোটার আগেই উরির সেনা ক্যাম্পে হামলা চালায় জঙ্গিরা। অতর্কিত হামলায় মারা যান ১৯ জন জওয়ান। তাঁদের মধ্যে ১৩ জন বিহার এবং ৪ জন ডোগরা রেজিমেন্টের ছিলেন। এই হামলার পিছনেও ছিল পাক মদতপুষ্ট জঈশের হাত! পাল্টা জবাবে পাকিস্তান অধিকৃত কাশ্মীরে সার্জিক্যাল স্ট্রাইক চালিয়ে জঙ্গিদের লঞ্চ প্য়াড ধ্বংস করে দেয় ভারতীয় সেনা!এবার পহেলগাঁওয়ের পর কী কঠোর পদক্ষেপ নেবে ভারতীয় সেনাবাহিনী?
আরও দেখুন