নয়াদিল্লি: নয়াদিল্লি: ব্রহ্মাণ্ড নিয়ে গবেষণায় এবার নয়া মাইলফলক। সৌরজগতের বাইরে কার্বন ডাই অক্সাইডে সমৃদ্ধ চার-চারটি গ্রহের সন্ধান মিলল। আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা NASA-র James Webb Space Telescope এই গুরুত্বপূ্র্ণ আবিষ্কার ঘটিয়ে সাড়া ফেলে দিয়েছে। আমাদের সৌরজগতের বৃহস্পতি এবং শনি যেভাবে গড়ে উঠেছে, তার সঙ্গে ওই চার গ্রহের মিল রয়েছে বলে জানা গিয়েছে। প্রাণের সৃষ্টির ক্ষেত্রে কার্বন ডাই অক্সাইডের ভূমিকা গুরুত্বপূর্ণ। কারণ কার্বন ডাই অক্সাইডের শুষে, তা সংশ্লেষ করেই অক্সিজেন উৎপন্ন করে উদ্ভিদ। সেই অক্সিজেন গ্রহণ করেই বেঁচেবর্তে থাকে প্রাণীজগৎ। (HR 8799 Planetary System)
আমাদের সৌরজগতের বাইরে অবস্থিত গ্রহদের Exoplanet বলা হয়। সেই নিয়ে গবেষণা করতে গিয়েই আমাদের সৌরজগতের বাইরে আস্ত একটি গ্রহমণ্ডলের হদিশ পেয়েছে James Webb Space Telescope. আমাদের সৌরজগৎ থেকে ১৩০ আলোকবর্ষ দূরে, অবস্থিত ওই গ্রহমণ্ডলটিকে HR 8799 বলে উল্লেখ করছে NASA. গ্রহমণ্ডলের কেন্দ্রের রয়েছে ৩ কোটি বছর বয়সি একটি নক্ষত্র, যা Pegasus নক্ষত্রপুঞ্জের অংশ। সেই তুলনায় আমাদের সূর্যের বয়স ৪৬০ কোটি বছর। ওই নক্ষত্রের ভর আবার সূর্যের চেয়ে ১.৫ গুণ বেশি। ঔজ্জ্বল্য বেশি ৪.৯ গুণ। (James Webb Space Telescope)
ওই নক্ষত্রের চারিদিকে ঘুরছে চারটি গ্রহ, HR 8799 b, c, d, e. এই চারটি গ্রহণ গ্যাসের গোলক। বৃহস্পতির চেয়ে এদের ভর ৫ থেকে ১০ গুণ বেশি। এই ধরনের গ্রহ মূলত দু’টি পদ্ধতিতে সৃষ্টি হয়, Core Accretion অথবা Disc Intability. Core Accretion-এর ক্ষেত্রে গ্রহের অন্তঃস্থলে মজুত ভারী উপাদানগুলি ধীরে ধীরে গ্যাসকে আকর্ষণ করে। আমাদের সৌরজগৎ এই একই পদ্ধতিতে গড়ে উঠেছে। Disc Intability-র ক্ষেত্রে, গ্যাসের কণাগুলি নবীন নক্ষত্রের শীতল চাকতি থেকে দ্রুতগতিতে একত্রিত হয়।
A 12-year time lapse of 4 exoplanets orbiting the star, HR 8799, located 133 light-years away.
HR 8799 is the first extrasolar planetary system directly imaged. These four planets are likely gas giants with a mass 7x larger than Jupiter.
This star is only 30 million years old. pic.twitter.com/fCbXOC9VK7
— Freecanuck; I Stand with Canadian Freedoms🇨🇦 (@Freecanuck1) January 17, 2025
এই পদ্ধতিতেই ব্রহ্মাণ্ডের সমস্ত গ্রহমণ্ডলকে চিহ্নিত করেন বিজ্ঞানীরা। বাল্টিমোরের Johns Hopkins University-র বিজ্ঞানীরা সেই নিয়ে গবেষণা করতে গিয়ে 51 Eridani নক্ষত্রমণ্ডলের উপরও নজরদারি চালান। গবেষণায় নেতৃত্ব দেওয়া বিজ্ঞানী উইলিয়াম বলমার বলেন, “সৌরজগৎ, প্রাণের অস্তিত্ব, আমাদের সৌরজগতৎ এবং বাইরের জগতের মধ্যে মিল-অমিল বোঝার ক্ষেত্রে এই ধরনের গবেষণা সহায়ক।”
James Webb Space Telescope সরাসরি HR 8799 b, c, d, e. গ্রহগুলির ছবি ক্যামেরাবন্দি করেছে। জানা গিয়েছে, ওই চারটি গ্রহের বায়ুমণ্ডলই কার্বন ডাই অক্সাইডে সমৃদ্ধ। ১৫ থেকে ৭০ অ্যাস্ট্রনমিক্যাল ইউনিট দূরত্বে নক্ষত্রকে প্রদক্ষিণ করে চলেছে গ্রহ চারটি। সৌরজগতের বাইরে অবস্থিত প্রায় ৬০০০ Exoplanet এখনও পর্যন্ত আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা। গ্রহগুলির ঔজ্জ্বল্য কম হওয়ার কারণে এখনও পর্যন্ত হাতেগোনা কিছু গ্রহরই ছবি তোলা গিয়েছে। কিন্তু এক্ষেত্রে চারটি গ্রহেরই ছবি তুলতে সফল হয়েছে James Webb Space Telescope.
কিন্তু কী করে এই অসাধ্য সাধন হল? বিজ্ঞানীরা জানিয়েছেন, James Webb Space Telescope-এর NIRCam করোনাগ্রাফ টেকনোলজি এক্ষেত্রে সহায়ক হয়েছে। নক্ষত্রের আলোকে আড়াল করে, গ্রহ থকে নির্গত অবলোহিত আলোকেই পর্যবেক্ষণ করা হয়। বিভিন্ন গ্যাস দ্বারা শোষিত তরঙ্গদৈর্ঘ্য বিশ্লেষণ করা হয় এর পর। তাতেই বোঝা যায়, HR 8799 b, c, d, e গ্রহ চারটির উপাদানের ঘনত্ব বেশি। James Webb Space Telescope যে সরাসরি Exoplanet-এর বায়ুমণ্ডলের রাসায়নিক গঠন বিশ্লেষণ করতে সক্ষম হচ্ছে, অত্যাধুনিক প্রযুক্তির দৌলতেই তা সম্ভব হয়েছে।
আরও দেখুন