<p><strong>রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি:</strong> জলপাইগুড়িতে মাদক মেশানো চকোলেট খাইয়ে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের ভাইপো। অভিযুক্ত পেশায় টোটো চালক। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।</p>
<p><strong>নাবালিকাকে ধর্ষণের অভিযোগ:</strong> জলপাইগুড়িতে নাবালিকাকে ধর্ষণের অভিযোগে এক টোটো চালককে গ্রেফতার করল পুলিশ। টার্গেট অষ্টম শ্রেণির ছাত্রী। অভিযোগ, গত ২১ জানুয়ারি, স্কুলে যাওয়ার জন্য প্রতিবেশী যুবকের টোটোয় ওঠে বছর ১৪-র কিশোরী। কিন্তু স্কুলে যাওয়ার বদলে মাঝপথে নাবালিকাকে জোর করে মাদক মেশানো চকোলেট খাওয়ায় বছর ছাব্বিশের টোটো চালক। আরও অভিযোগ, চকোলেট খাইয়ে বেহুঁশ করার পর নাবালিকাকে ধর্ষণ করে ওই যুবক। নির্যাতিতা নাবালিকার দাদু বলেন, "ওর টোটোতে যাওয়া-আসা করে। হঠাৎ করে একদিন মেয়েটাকে নিয়ে গিয়ে নেশার মধ্যে চকোলেট খাইয়ে দিয়ে বেহুঁশ করে ফেলে। মেয়েটাকে নিয়ে গিয়ে কোনও একটা জায়গায় ওকে নিয়ে কুকর্ম করে। মেয়েটার জ্ঞান ছিল না।”<strong><br /><br /></strong>অভিযোগ, কেউ জানলে নাবালিকার মাকে সমস্যায় পড়তে হবে বলে হুমকি দেয় অভিযুক্ত। ভয়ে মুখ খোলেনি ওই কিশোরী। মেয়ের স্কুলব্যাগে প্রেগন্যান্সি কিট দেখে সন্দেহ হয় মায়ের। তখনই বিষয়টি জানতে পারে কিশোরীর পরিবার। এই ঘটনায় জলপাইগুড়ি মহিলা থানায় অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। প্রতিবেশী টোটো চালককে গ্রেফতার করেছে পুলিশ। তার বাড়িও তালাবন্ধ। আর নাবালিকাকে নিয়ে যাওয়া সরকারি হোমে। নাবালিকার দাদু জানায়, "ওকে বলেছে, তুমি যদি তোমার মাকে বলো, তাহলে যে কোনও ব্যবস্থা তোমার মায়ের আমরা করে দেব। সেই ভয়েতে বাড়িতে কিছু বলেনি।” <br /><br />জয়নগর থেকে ফরাক্কা, নাবালিকা ধর্ষণ-খুনের ঘটনায় দোষীদের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। কিন্তু তারপরও কেন আটকানো যাচ্ছে না এই ধরনের ঘটনা? উঠছে প্রশ্ন। এদিকে এই ঘটনাতেও লেগেছে রাজনীতির রং। ধৃত টোটো চালক তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের ভাইপো। যদিও তৃণমূলের দাবি, ধৃতের কাকা তাদের দলে থাকলেও অভিযুক্ত বিজেপি করত। তৃণমূলের জলপাইগুড়ি জেলা সম্পাদক বিকাশ মালাকার বলেন, "টোটো চালক বর্তমানে খোকাবাবুর দল করে। আমাদের দলের সঙ্গে কোনও যোগাযোগ কারও নেই। বিজেপির কথাই বলছি।”</p>
<p>এদিকে নিউ টাউনে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণ-খুনের কিনারা। ২২ বছরের টোটো চালককে গ্রেফতার করল নিউটাউন থানার পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে। গতকাল দিনভর একাধিক এলাকার CC ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে সৌমিত্র রায় ওরফে রাজ নামে ওই টোটো চালককে শনাক্ত করা হয়। </p>
<p><strong>আরও পড়ুন: <a title="TMC: দুর্নীতির বিরুদ্ধে সরব, মদন মিত্রের পরে এবার মুখ খুললেন বাদুড়িয়ার বিধায়ক" href="https://bengali.abplive.com/district/tmc-baduria-mla-kazi-abdur-rahim-speaks-out-against-party-corruption-1119580" target="_self">TMC: দুর্নীতির বিরুদ্ধে সরব, মদন মিত্রের পরে এবার মুখ খুললেন বাদুড়িয়ার বিধায়ক</a></strong></p>
Source link
মাদক মেশানো চকোলেট খাইয়ে নাবালিকাকে ধর্ষণ, গ্রেফতার টোটো চালক

+ There are no comments
Add yours