সরস্বতী পুজোর দিনে লোকালয়ে ‘ইন্দ্রের বাহন’ !
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জঙ্গল থেকে লোকালয়ে দলছুট দাঁতাল। মালবাজারে ডামডিমে চাঁদ জঙ্গল থেকে লোকালয়ে দাঁতাল হাতি। উত্য়ক্ত করায় ক্ষিপ্ত হয়ে কংক্রিটের ওয়াচ টাওয়ারে ধাক্কা। বন দফতরের চেষ্টায় জঙ্গলে ফিরল হাতি।
জঙ্গল থেকে লোকালয়ে বেরিয়ে এল দলছুট দাতাল হাতি। যা দেখতে ভিড় জমায় গ্রামের মানুষ। আর এরপরেই মানুষের অত্যাচারে রেগে গিয়ে কংক্রিটের ওয়াচ টাওয়ারে ধাক্কা দেয় সে। গুরুতর আহত হাতিটি। মালবাজার মহাকুমার অন্তর্গত ডাম ডিম এলাকার আলাপ চাঁদ জঙ্গল থেকে হাতিটি বেরিয়ে এসেছিল ডামডিমের সেনপাড়া এলাকায় ।
সেই হাতি টিকে উত্যক্ত করতেও দেখা যায় সাধারণ মানুষকে। রাগে হাতিটি কংক্রিটের তৈরি ওয়াচ টাওয়ারে গিয়ে সজরে ধাক্কা মারে। যার জেরে হাতিটি আহত হয় বলে দাবি পরিবেশপ্রেমীদের। যদিও সেই সময় বন দফতরে কর্মীরা দাঁড়িয়েছিলেন সেখানেই। হাতিটি আহত হওয়ার পর নিস্তেজ হয়ে গ্রামের মাঠেই দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। রাতে বনদপ্তরের চেষ্টায় হাতিটিকে জঙ্গলে পাঠাটে সক্ষম হয় বনকর্মীরা।
আরও পড়ুন, বিদ্যার দেবীর পুজোর দিনেই প্রধান শিক্ষককে ‘মার’! পা ভাঙল শিক্ষাদাতার, কাঠগড়ায় TMC নেতা-কর্মীরা
আরও দেখুন