# Tags
#Blog

জলপাইগুড়িতে বার অ্যাসোসিয়েশনের ভোটে জয় পেল রাম-বাম-কংগ্রেসের অলিখিত মহাজোট

জলপাইগুড়িতে বার অ্যাসোসিয়েশনের ভোটে জয় পেল রাম-বাম-কংগ্রেসের অলিখিত মহাজোট
Listen to this article



<p>ABP Ananda Live: জলপাইগুড়িতে বার অ্যাসোসিয়েশনের ভোটে জয় পেল রাম-বাম-কংগ্রেসের অলিখিত মহাজোট। ২৩টির মধ্যে ১৩টি আসন নিজেদের দখলে রাখল তাঁরা। মাত্র ১০টি আসনে জিতে মুখরক্ষা করল তৃণমূল কংগ্রেস।</p>
<p>&nbsp;চিলাপাতার জঙ্গল থেকে সৈকতনগরী দিঘা- প্রোমোটার পিটিয়ে উধাও হওয়া অভিযুক্ত তৃণমূল কাউন্সিলরকে খুঁজে পাওয়া যাচ্ছে না কোথাও। ঘটনার সাতদিনের মাথাতেও অধরা অভিযুক্ত জনপ্রতিনিধি। গুলি করে মেরে দিতে পারে, এরা অনেক প্রভাবশালী। আতঙ্কে ভুগছেন আক্রান্ত প্রোমোটার ও তাঁর পরিবার। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা।&nbsp;</p>
<p>বাগুইআটির আক্রান্ত প্রোমোটার &nbsp;কিশোর হালদার বলেন, &nbsp;’আমি তো মরেও যেতে পারি, আমাকে গুলি করে দিতে পারে, এরা অনেক প্রভাবশালী। আমাকে গুলি করে মেরে দিতে পারে। তার জন্য দায়ী থাকবে ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সমরেশ চক্রবর্তী। আমি খুব আতঙ্কের মধ্যে আছি।’ আতঙ্কিত প্রোমোটার ও তাঁর পরিবার।কখনও আলিপুরদুয়ারের চিলাপাতা জঙ্গলের রিসর্ট। কখনও সৈকত শহর দিঘার হোটেলে তল্লাশি। কিন্তু কোথায় তোলাবাজি ও প্রোমোটারের ওপর হামলায় অভিযুক্ত তৃণমূল কাউন্সিলর সমরেশ চক্রবর্তী?</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal