# Tags
#Blog

আলোর শহর চন্দননগর, তার আলোর সম্ভার উজাড় করে এই আলোর শোভাযাত্রাতে

আলোর শহর চন্দননগর, তার আলোর সম্ভার উজাড় করে এই আলোর শোভাযাত্রাতে
Listen to this article



<p>ABP Ananda Live: আজ জগদ্ধাত্রী পুজোর দশমী। সিঁদুরখেলায় মেতে উঠেছে চন্দননগর।&nbsp; আলোর শহর চন্দননগর, তার আলোর সম্ভার উজাড় করে এই আলোর শোভাযাত্রাতে। চন্দননগরের রাস্তায় প্রতিমা নিরঞ্জনের প্রস্তুতি। প্রতিমা বিসর্জন দেখতে প্রচুর মানুষের সমাগম চন্দননগরে । চন্দননগরে ঘাটে ঘাটে প্রতিমা নিরঞ্জন।&nbsp;</p>
<p>হলদিয়া পেট্রোকেমিক্যালস মামলায় সুপ্রিম কোর্টে বিপাকে রাজ্য। শিল্পপতি পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের টিসিজি গোষ্ঠীর বকেয়া প্রায় ২০০০ কোটি টাকা কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রারের(Orijinal Side) কাছে জমার নির্দেশ । নির্দেশ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চের। ২০২৩ সালেই সুপ্রিম কোর্টের ৩ অবসরপ্রাপ্ত বিচারপতি দ্বারা মধ্যস্থতা বা সালিশি প্রক্রিয়ায় রাজ্যকে বকেয়া মেটাবার নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। অনাবাসী ভারতীয় পূর্ণেন্দু চট্টোপাধ্যায়ের চ্যাটার্জি গোষ্ঠী (টিসিজি) ও রাজ্য সরকারের যৌথ প্রকল্প এইচপিএল। নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘ বিতর্কের পরে প্রায় ১ দশক আগে সংস্থাটির রাশ হাতে নেয় টিসিজি। তখন সংস্থায় টিসিজি-র সরকারের শেয়ার ক্রয়ের চুক্তির অন্যতম শর্ত ছিল…….রুগ্ন এইচপিএলের পুনরুজ্জীবনে পর্যায়ক্রমে মোট ৩২৮৫.৪৭ কোটি টাকা আর্থিক সুবিধা দেওয়া কিংবা ১৯ বছর ধরে আর্থিক সহায়তা, যেটা আগে হবে সেটাই দেবে রাজ্য। সেই সময় চালু যুক্তমূল্য করের (ভ্যাট) নিরিখে ওই আর্থিক সুবিধা হিসাব করত সংস্থাটি। ২০১৭-র ৩০ জুন পর্যন্ত সাহায্যের অঙ্ক দাঁড়ায় ৩১৭.১৩ কোটি টাকা। ওই বছরের ১ জুলাই জিএসটি চালুর পর থেকে তাদের আর কোনও টাকা দেয়নি রাজ্য বলে অভিযোগ। ‘নতুন কর ব্যবস্থার সঙ্গে ওই সুবিধার শর্তের যোগ নেই’। ‘চুক্তি অনুসারেই তা তাদের প্রাপ্য’, দাবি ছিল টিসিজির অধীন এইচপিএলের প্রোমোটার সংস্থা এসেক্সের।</p>



Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal