# Tags
#Blog

India Vs England 1st ODI: কমলা শহরে হর্ষিত-জাদেজার হাতযশ, ইংরেজরা গুটিয়ে গেল ২৪৮ রানে!

India Vs England 1st ODI: কমলা শহরে হর্ষিত-জাদেজার হাতযশ, ইংরেজরা গুটিয়ে গেল ২৪৮ রানে!
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দুই সংস্করণ মিলিয়ে মোট ৮ ম্যাচ খেলতে ইংল্যান্ড এই মুহূর্তে ভারতে। সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) টিম ৫ ম্যাচের টি-২০আই সিরিজে জস বাটলারদের ৪-১ দুরমুশ করেছে। কুড়ি ওভারের পাট চুকিয়ে রোহিত শর্মার (Rohit Sharma) ভারত এবার তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে (Champions Trophy 2025) এটাই ভারতের হাতে-কলমে অন্তিম মহড়া।   

আজ, বৃহস্পতিবার নাগপুরের সিরিজের শুভারম্ভ হয়ে গেল। খেলা চলছে জামথার ভিসিএ স্টেডিয়ামে। টস জিতে প্রথমে ব্যাট করে ইংল্যান্ড ২৪৮ রানে গুটিয়ে গেল। এদিন বিরাট কোহলি চোটের কারণে খেলতে পারেননি। যশস্বী জয়সওয়াল ও হর্ষিত রানা ওডিআই অভিষেক করলেন। অভিষেকেই ছাপ রাখলেন হর্ষিত। ৭ ওভার বল করে ৫৩ রান খরচ করে তুলে নেন ৩ উইকেট। ভারতের স্টার অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাও পেলেন ৩ উইকেট। পেস-স্পিনের যুগলবন্দিতে ইংরেজরা ৪৭.৪ ওভারে শেষ হয়ে গেল। 

আরও পড়ুন: মাথায় আকাশ ভেঙে পড়ল অজিদের, চ্যাম্পিয়ন্স ট্রফির আগে আচমকাই অবসর মহাতারকার…

ফিল সল্ট ও বেন ডাকেট ওপেন করতে নেমেছিলেন এদিন। ৯ ওভারে ৭৫ রান তুলে দিয়েছিলেন তাঁরা। বিধ্বংসী মেজাজে ব্যাট করছিলেন সল্ট। ২৬ বলে ৪৩ রানের ইনিংস খেলেন তিনি। হাঁকান ৫ চার ও ৩ ছয়। আর এই তিন ছক্কাই তিনি হাঁকিয়েছেন ষষ্ঠ ওভারে। প্রাক্তন কেকেআর সতীর্থ হর্ষিত রানার ওভারে তাণ্ডব চালিয়ে ছিলেন তিনি। তিন ছক্কার সঙ্গেই জোড়া চার মেরেছিলেন। সল্ট রানআউট হয়ে ফিরে যান। এরপর দ্বিতীয় ওপেনার ডাকেটও ফিরে যান ১০ ওভারের ভিতরে। রানার বলে মিডউইকেটে উড়িয়ে খেলেছিলেন ডাকেট। তবে স্প্রিন্ট টেনে উড়ে গিয়ে দুরন্ত ক্যাচ নেন যশস্বী।

আরও পড়ুন: বিরাটকে ছাড়াই নাগপুরে ভারত! কী যুক্তি দিলেন রোহিত? চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই…
 

ডাকেট ফেরেন ২৯ বলে ৩২ রান করে। এরপর হ্যারি ব্রুক (০) ও জো রুটকে (১৯) ফিরিয়ে ভারত ড্রাইভারের সিটে বসে পড়ে। ১৯ ওভারের ভিতর ১১১ রানে ৪ উইকেট চলে যায় ইংল্যান্ডের। পাঁচে নেমে জস বাটলার (৬৭ বলে ৫২) ও  জ্যাকব বেথেল (৬৪ বলে ৫১) নেমে ইংল্যান্ডের হয়ে বিপর্যয় সামাল দেন। এরপর লিয়াম লিভিংস্টোন (৫), ব্রাইডন কার্স (১০), আদিল রশিদরা (৮) আসেন আর ফিরে যান। তবে দশে নেমে জোফ্রা আর্চার ১৮ বলে ২১ রানের অপরাজিত ইনিংস খেলেন। মহম্মদ শামি, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেল নিয়েছেন একটি করে উইকেট।

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Review Your Cart
0
Add Coupon Code
Subtotal