কলকাতা: WBCUPA-SFI সংঘর্ষে গতকাল রণক্ষেত্রের আকার নিয়েছিল যাদবপুর। শিক্ষামন্ত্রীর গাড়ির নীচে পড়ে গিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের পড়ুয়া ইন্দ্রানুজ রায়। অভিযোগ সেই অবস্থাতেই এগিয়ে গিয়েছিল শিক্ষামন্ত্রীর গাড়ি। এরপরেই আহত ওই পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, ইন্দ্রানুজ রায়ের শারীরিক অবস্থা স্থিতিশীল। চোখের পাশে ১৪টি সেলাই পড়েছে প্রথম বর্ষের ছাত্র ইন্দ্রানুজের। সার্জারি বিভাগের ওয়ার্ডে ভর্তি ইন্দ্রানুজ রায়। ইন্দ্রানুজের সঙ্গে হাসপাতালে চিকিৎসাধীন আরও এক।’
গতকাল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আহত ছাত্র ইন্দ্রানুজ রায় বলেছিলেন, আমরা গাড়ির সামনে বসলাম, স্যর দাঁড়ান আমরা কথা বলব। ওই অবস্থায় গাড়ি স্টার্ট করে এগনো শুরু করে। তখন পিকআপ বাড়তে থাকে তখন আমরা যেহেতু সরতে পারছিলাম না পিছন দিকে দৌঁড় শুরু করি। তখন আমরা করি যে গাড়িটাকে আমরা ধরব…কিন্তু তখন আরও স্পিড বাড়িয়ে দেন। তখন ছিটকে পড়ি। এবং মাথাটা যাতে চাকাতে না যায় তখন হচ্ছে আমি মাথাটা ঘুরিয়ে নিই, এবং তাতেই চোখের উপর দিয়ে চাকাটা চলে যায় বা পায়ের চেটোর উপর দিয়ে চাকাটা যায়।
আরও পড়ুন, যাদবপুরকাণ্ডের প্রতিবাদে পথে এআইডিএসও, অগ্নিসংযোগে ধৃত প্রাক্তনী
আরও দেখুন
+ There are no comments
Add yours