NOW READING:
Jadavpur University VC said Student elections can restore a healthy environment in the university
March 18, 2025

Jadavpur University VC said Student elections can restore a healthy environment in the university

Jadavpur University VC said Student elections can restore a healthy environment in the university
Listen to this article


কলকাতা: কাজে যোগ দিলেন যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য। বললেন, তিনিও ছাত্রসংসদ নির্বাচন নীতিগত ভাবে সমর্থন করেন। এদিকে, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে এখনও অনড় আন্দোলনকারী পড়ুয়ারা। সোমবারও যাদবপুরে পথ অবরোধ করেন তাঁরা। ক্য়াম্পাসের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে, ২৫ মার্চ মঙ্গলবার যাদবপুর বিশ্ববিদ্য়ালয় থেকে গোলপার্ক পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে SFI. 

বিশ্ববিদ্য়ালয় ক্য়াম্পাসে অশান্তি, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে বিক্ষোভ, শিক্ষামন্ত্রীকে হেনস্থা এবং তাঁর গাড়ির ধাক্কায় ছাত্রের জখম হওয়ার ঘটনা ঘিরে ১ মার্চ রণক্ষেত্রের চেহারা নিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্য়ালয়। ঘটনার পর অসুস্থ হয়ে পড়েন বিশ্ববিদ্য়ালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য। ভর্তি হন হাসপাতালে। সোমবার কাজে যোগ দিলেন তিনি। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত বলেন, “কিছু অবাঞ্ছিত ঘটনা ঘটেছে । যাদবপুরিয়ান কমিউনিটি আলোচনা করে ব্যবস্থা নেব।
ছাত্রসংসদ নির্বাচনের দাবি নীতিগত ভাবে আমরা সমর্থন করি। সরকারের কাছে চিঠিও দিয়েছি, নির্বাচনের অনুমতি। ছাত্র নির্বাচন বিশ্ববিদ্যালয়ে সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে সহায়ক হবে বলে মনে করি। তাই হওয়া উচিত।” বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া ও SFI নেতা অভিনব বসুর কথায়, “২০১১ সালের পর থেকে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। এটা ঘটনাগুলি কাকতালীয় ঘটনা নয়। সমস্যাগুলি সমাধান করলে তখন শিক্ষার পরিবেশ ফিরবে।”



যাদবপুরকাণ্ডে ছাত্রের গ্রেফতারির প্রতিবাদে, এবং শিক্ষাপ্রতিষ্ঠানের পরিকাঠামোগত উন্নয়নের দাবিতে, সোমবার খোলা আকাশের নীচে বসে ক্লাস করেন পড়ুয়ারা।সোমবারও ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে, ৪ নম্বর গেটের কাছে পথ অবরোধ করেন পড়ুয়ারা। ক্য়াম্পাসের অধিকার ফিরিয়ে দেওয়ার দাবিতে, ২৫ মার্চ মঙ্গলবার বেলা ৩টের সময়, যাদবপুর বিশ্ববিদ্য়ালয় থেকে গোলপার্ক পর্যন্ত মিছিলের ডাক দিয়েছে SFI. সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে বলেন, “যাঁরা পড়াশোনা ভালবাসেন, তাঁরা সবাই আসুন।”

যাদবপুরকাণ্ডের জেরে, যে পরীক্ষা বয়কট করা হয়েছিল, চলতি মাসেই তা নেওয়া হবে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ামক সাত্যকি ভট্টাচার্য। তিনি বলেন, “গত ১ মার্চের পর প্রায় ৩০ টি বিষয়ের পরীক্ষা দেয়নি পরীক্ষার্থীরা। মূলত ইউ জি এবং পিজি মিলে রয়েছে সেই সেই পরীক্ষার্থীরা। সেই সব বিভাগের পরীক্ষা চলতি মাসেই পুনরায় নেওয়া হবে।” পরীক্ষার দিন হিসাবে ২১, ২২ ও ২৮ মার্চ চূড়ান্ত করা হয়েছে।”

আরও পড়ুন: School Theft: ভাঙল তালা, লন্ডভন্ড ঘর; রাজ্যের একের পর এক স্কুলে চুরি

আরও দেখুন



Source link