<p>ABP Ananda Live: অবসরের আগেই সরিয়ে দেওয়া হল যাদবপুরের অন্তর্বর্তীকালীন উপাচার্যকে। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে গন্ডগোলের জেরে অপসারণের সিদ্ধান্ত? রাজভবনের চিঠি পৌঁছল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে। ২০২৪-এর ২০ এপ্রিল ভাস্কর গুপ্তকে অন্তর্বর্তীকালীন উপাচার্য হিসেবে নিয়োগ করেন রাজ্যপাল। নিয়োগের সেই নির্দেশ প্রত্যাহার করে নিল রাজভবন।</p>
<p><strong>পুলিশি হেনস্থার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা অর্জুন সিংয়ের</strong></p>
<p>অর্জুনকে পুলিশের নোটিস-বাণ। এবার পাল্টা, পুলিশি হেনস্থার অভিযোগ তুলে কলকাতা হাইকোর্টে মামলা অর্জুন সিংয়ের। জগদ্দলকাণ্ডের জল গড়াল আদালতে।অর্জুন সিং বলেন, ‘বিরোধী দলে আছি বলেই, আমার বিরুদ্ধে FIR দায়ের। রাতেই পুলিশ বাড়িতে তল্লাশি করে। আজ আবার ডেকে পাঠানো হয়েছে, দাবি অর্জুনের। দ্রুত শুনানির আর্জি জানিয়ে আবেদন হাইকোর্টে। মামলার অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ।</p>
Source link
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে অপসারণ, কী বলছেন ভাস্কর গুপ্ত?
