<p>ABP Ananda LIVE: হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য । কবে ক্যাম্পাসে যাবেন উপাচার্য? যাদবপুরে কাটবে জট? গতকাল অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তের বয়ান রেকর্ড । ছাড়া পাওয়ার পরও ২ সপ্তাহ বিশ্রামে থাকবেন অন্তর্বর্তী উপাচার্য পড়ুয়াদের সঙ্গে কবে আলোচনায় বসবেন অন্তর্বর্তী উপাচার্য? ৫ তারিখ হাসপাতালে ভর্তি হন ভাস্কর গুপ্ত। যাদবপুরকাণ্ডে এবার শিক্ষামন্ত্রীর গাড়ির চালককে জিজ্ঞাসাবাদ। ১ মার্চ, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কী ঘটনা ঘটেছিল, জানতে ব্রাত্যর গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ। শিক্ষামন্ত্রীর গাড়ির চালকের বয়ান রেকর্ড পুলিশের। ঘটনাস্থলে উপস্থিত পড়ুয়াদেরও জিজ্ঞাসাবাদ করবে পুলিশ, খবর সূত্রের।</p>
<p> </p>
<p><strong>বেলঘরিয়ায় INTTUC নেতাকে হামলার পিছনে ঠিক কী ? কান্নায় ভেঙে পড়েছেন আহতের মা</strong></p>
<p>ভরসন্ধেয় বেলঘরিয়ার উত্তর বাসুদেবপুরের জনবহুল এলাকায় শ্যুটআউট। গুলিবিদ্ধ আগরপাড়ার টেক্সম্যাকো কারখানার INTTUC-র সম্পাদক বিকাশ সিং-সহ ২ জন। বিকাশের পেটে গুলি লাগে। তাঁকে RG কর মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়েছে।পানিহাটি থেকে ডাক্তার দেখাতে এসে গুলিবিদ্ধ হন সন্তু দাস নামে এক যুবক। তাঁর হাতে গুলি লেগেছে। </p>
Source link
হাসপাতাল থেকে ছাড়া পেলেন যাদবপুরের অন্তর্বর্তী উপাচার্য

+ There are no comments
Add yours