<p>ABP Ananda LIVE : ‘যত কাণ্ড যাদবপুরে ! পরিস্থিতি যা বলছে, ওরা নিজের বাড়িতে পা রাখতে পারবে কি না সন্দেহ। ওরা ভাবছে মার্ক্স রাসবিহারীতে জন্মেছিলেন, লেনিন হাডুডু খেলতেন। এটা পশ্চিমবঙ্গ। কোনও লাভ নেই’, ফের সরব মদন। শিক্ষামন্ত্রীর পাড়ায়, তাঁর বিরুদ্ধেই পোস্টার পড়ল! SFI-এর তরফে দেওয়া পোস্টারে ব্রাত্য় বসুর ছবি দিয়ে লেখা, ওয়ান্টেড, সন্ধান পেলে স্থানীয় পুলিশ স্টেশনে জানান। এ বিষয়ে ব্রাত্য় বসুর বক্তব্য়, সিপিএম সিপিএমেই আছে। ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিশিষ্টজনেদের একাংশ। গাড়ি চালানোর সময় চালক দুর্ঘটনা ঘটালে, আমায় কেন গ্রেফতার করা হবে? প্রশ্ন তুলেছেন সৌগত রায়। যদিও শিক্ষামন্ত্রীকে গ্রেফতারির দাবিতে অনড় SFI। ‘পুলিশি নিষ্ক্রিয়তা ব্যাখ্যারও অতীত। কিছু না করে অভ্যেস হয়ে গেছে।’ যাদবপুরকাণ্ডের আবহে ফের একবার এই ভাষাতেই পুলিশকে নিশানা করলেন তৃণমূল সাংসদ সৌগত রায়। পাল্টা পুলিশমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের প্রসঙ্গ তুলে অধ্য়াপক সৌগত রায়কে জবাব দিয়েছেন যাদবপুরের ইংরেজি অনার্সের প্রথম বর্ষের জখম ছাত্র ইন্দ্রানুজ রায়। তাঁর বক্তব্য, মমতা বন্দ্য়োপাধ্য়ায় পুলিশ মন্ত্রী। তাঁর অপদার্থতা তাঁর কাছে গিয়ে প্রশ্ন করুন সৌগত রায়।</p>
Source link
মদন থেকে সায়নী, শাসকদলের নেতা-নেত্রীদের নিশানায় যাদবপুর
