NOW READING:
অধ্যাপককে সাসপেন্ড, ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি, উপাচার্যের দ্বারস্থ ওমপ্রকাশ মিশ্র
March 4, 2025

অধ্যাপককে সাসপেন্ড, ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি, উপাচার্যের দ্বারস্থ ওমপ্রকাশ মিশ্র

অধ্যাপককে সাসপেন্ড, ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি, উপাচার্যের দ্বারস্থ ওমপ্রকাশ মিশ্র
Listen to this article


কলকাতা: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও তৃণমূলপন্থী অধ্য়াপক সংগঠনের নেতা ওমপ্রকাশ মিশ্রের নামে এবার পোস্টার পড়ল ক্যাম্পাসে। তাঁকে সাসপেন্ড করা ও ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে পোস্টারে। পাল্টা উপাচার্যের দ্বারস্থ হয়েছেন ওমপ্রকাশ মিশ্র। 

প্রথমে শিক্ষামন্ত্রীর গাড়ি ভাঙচুর, তারপর শিক্ষামন্ত্রীর গাড়ির ধাক্কায় এক পড়ুয়ার গুরুতর জখম হওয়ার অভিযোগ ঘিরে শনিবার থেকে উত্তেজনায় ফুটছে
যাদবপুর বিশ্ববিদ্যালয়। পাল্টা অন্তবর্তী উপাচার্যকে চিঠি দিয়ে নালিশ ঠুকলেন ওমপ্রকাশ মিশ্র। শনিবার শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ক্যাম্পাস থেকে বেরিয়ে যাওয়ার পর বিক্ষোভের মুখে পড়েন তিনি। তাঁর বিরুদ্ধে চাঞ্চল্য়কর অভিযোগ তোলা হয়। হুঁশিয়ারির পর এবার পিজি আর্টস বিল্ডিং জুড়ে ওমপ্রকাশ মিশ্রর নামে পোস্টার পড়ে। পোস্টারে কোথাও তাঁকে সাসপেন্ডের দাবি তোলা হয়েছে, কোনওটায় গো ব্যাক স্লোগান, আবার কোথাও তাঁকে ক্যাম্পাসে ঢুকতে না দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

পাল্টা ছাত্রদের বিরুদ্ধে অভিযোগ তুলে অন্তবর্তী উপাচার্যকে চিঠি দিয়েছেন ওমপ্রকাশ মিশ্র। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করে ওমপ্রকাশ মিশ্র লিখেছেন, তাঁর নামে পড়া পোস্টার সরিয়ে, তিনি যাতে নিজের অফিসে কোনও বাধা ছাড়াই ঢুকতে পারেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সেই ব্যবস্থা নেওয়ার আর্জিও জানিয়েছেন চিঠিতে। শনিবারের ঘটনার পর থেকে এখনও অবধি বিশ্ববিদ্যালয়ে যাননি অন্তবর্তী উপাচার্য ভাস্কর গুপ্ত।

এদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জখম ছাত্র ইন্দ্রানুজ রায়ের বাবা অমিত রায়কে ফোন করেছেন শিক্ষামন্ত্রী। যাদবপুরকাণ্ডে জখম ইন্দ্রানুজ রায়ের মা বর্ণালী রায় বসু বলেন, “শিক্ষামন্ত্রী কালকে ফোন করেছিলেন ওর বাবাকে। উনি নিজে ভীষণ দুঃখপ্রকাশ করেছেন এরকম ঘটনায়। এটাও বলেছেন যে ও একটু সুস্থ হোক আমি (ব্রাত্য বসু) ওর (ইন্দ্রানুজ রায়) সাথে কথা বলব। উনি খুবই দুঃখপ্রকাশ করেছেন, এটা আমি (ব্রাত্য বসু) একেবারেই চাইনি। আমি এটাকে অ্য়াক্সিডেন্ট হিসেবেই দেখছি কিন্তু ধাক্কাটা ওই গাড়িটাতেই লেগেছে। কিন্তু এটা অ্য়াক্সিডেন্ট। ইচ্ছাকৃত নয়। এবং এটা কেউই চায়নি। যাদবপুরকাণ্ডে আহত ইন্দ্রানুজের বাবা অমিত রায় বলেন, “আমরা চাই প্রত্যেকের পদ থাকুক। বরং প্রত্যেকে আমাদের যার যা পদ আছে আমরা পদমর্যাদাটাকে যাতে মাথায় রাখি। আমাদের পদের যে মর্য়াদা আছে, সেইটাকে যাতে আমরা রক্ষা করতে পারি, সেইভাবে আমরা যাতে পদক্ষেপ করি।

আরও পড়ুন: Jadavpur University: ‘এটাকে অ্য়াক্সিডেন্ট হিসেবেই দেখছি, ইচ্ছাকৃত নয়,’ মন্তব্য শিক্ষামন্ত্রীর গাড়িতে আহত ছাত্রের মা

আরও দেখুন



Source link