NOW READING:
ফের খাতা দেখে ফল প্রকাশ, যাদবপুরে নম্বর ‘গরমিলে’ অধ্য়াপককে শোকজ়
November 22, 2024

ফের খাতা দেখে ফল প্রকাশ, যাদবপুরে নম্বর ‘গরমিলে’ অধ্য়াপককে শোকজ়

ফের খাতা দেখে ফল প্রকাশ, যাদবপুরে নম্বর ‘গরমিলে’ অধ্য়াপককে শোকজ়
Listen to this article


কলকাতা: খাতা দেখে নতুন করে ফল প্রকাশ করা হবে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণজ্ঞাপনের বিভাগের। আজ একথা জানিয়েছেন বিভাগীয় প্রধান। আর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur Exam Controversy) নম্বর ‘গরমিল’, অভিযুক্ত অধ্যাপককে অভিষেক দাসকে শোকজ করা হয়েছে। পাশাপাশি, তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে উপাচার্যর কাছে। 

নম্বর ‘গরমিলে’ অধ্য়াপককে শোকজ়: ইন্টারনাল পরীক্ষার খাতা না দেখেই নম্বর বসিয়ে দিয়েছেন শিক্ষক। এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে বিশ্ববিদ্যালয়ে। এই পরিস্থিতিতে নতুন করে ফল প্রকাশের সিদ্ধান্ত নিল কত্পক্ষ। শুক্রবার ছাত্রদের প্রতিনিধির সঙ্গে বৈঠকে বসেন শিক্ষকরা। বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্রদের প্রতিনিধি মৃন্ময় মণ্ডল, বিভাগীয় প্রধান পার্থসারথি চক্রবর্তী, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমনকল্যাণ লাহিড়ি ও ডিন জয়দীপ মুখোপাধ্যায়। এই বৈঠকে দেখানো হয় পরীক্ষার খাতা।                                                                

সূত্রের খবর, সাংবাদিকতা এবং গণজ্ঞাপন বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় সিমেস্টারের ল এন্ড এথিক্স সহ ৫টি পেপারের খাতা বিশ্ববিদ্যালয়ের প্রোটোকল মেনে দেখা হয়নি বলে প্রমাণ মিলেছে। অভিযোগের আঙুল উঠেছে, ওই বিভাগের অধ্যাপক অভিষেক দাস ও সান্তন চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। ওই বিভাগের ছাত্র মৃন্ময় মণ্ডল বলেন, “অন্যান্য বিভাগের তুলনায় এখানে ফি বেশি। সেই টাকা কী হচ্ছে অডিট চাই। স্বচ্ছতার অভাব, স্যারদের সাসপেন্ড করতে হবে। নতুন করে খাতা দেখতে হবে।”

বিভাগীয় প্রধান পার্থসারথি চক্রবর্তী জানিয়েছেন, “খাতা দেখে নতুন করে ফল প্রকাশ করা হবে।” আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমনকল্যাণ লাহিড়ি বলেন, “সুপারিশ করেছি ব্যবস্থা নিতে হবে। তদন্তে করতে হবে। সব খাতা পুনরায় দেখা হবে।” ইতিমধ্যেই অধ্যাপক অভিষেক দাসকে শোকজ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পড়ুয়াদের দাবি, আরেক অভিযুক্ত অধ্যাপককেও শোকজের আশ্বাস দিয়েছেন উপাচার্য। ঘটনা নিয়ে ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি অভিযুক্ত কোনও অধ্যাপকই।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  

আরও পড়ুন: Joka ESI Patient Death: চিকিৎসায় ‘গাফিলতিতে’ থ্যালাসেমিয়া আক্রান্তের মৃত্যু, জোকা ESI-তে ধুন্ধুমার

আরও দেখুন



Source link